Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘দুর্গাপুজো বন্ধ করতে চাইছেন মোদী’ মমতার হুঁশিয়ারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ১০:৩১ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ১০:৩১ PM

bdmorning Image Preview


পুজোর হিসেব চাওয়ার প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা যায়, কেন্দ্রীয় সরকারের নির্দেশে আয় বাড়াতে পুজো কমিটির দিকে এবার নজর দিয়েছে দেশটির আয়কর দফতর। রাজ্যের প্রায় ৪০০ পুজো কমিটিকে দুর্গোত্সবের আয়-ব্যয় নিয়ে নোটিস দিতে চলেছে আয়কর দফতর। ইতিমধ্যেই শহরের ৪০টি পুজো কমিটিকে নোটিস পাঠানো হয়েছে। আরও সাড়ে ৩০০ পুজো কমিটিকে নোটিস পাঠাতে চলেছে আয়কর দফতর। সবই বিগ বাজেটের ছবি।

এর বিরুদ্ধে সব পুজো কমিটিকে জোট বাঁধার ডাক দেন মমতা। তিনি বলেন, "আয়কর ডাকলে কেউ যাবেন না। পুজো মানুষকে আনন্দ দেয়। টাকা, চাঁদা দেয় মানুষ। তুমি মোদী বাবু টাকা দাও? পুজো বন্ধ করে দেবে?"

পুজোর হিসেব চাওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নোটবন্দির টাকা হিসেব চান মুখ্যমন্ত্রী। "একটা পুজো কমিটির গায়ে হাত দিলে ছেড়ে কথা বলব না," বলেও হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিয়েছে শহরের বড় বড় পুজো কমিটিগুলি। তাদের অভিযোগ, ডাকার প্রয়োজন হলে সব পুজো কমিটিগুলিকেই ডাকা হোক। কেন বেছে বেছে কয়েকটি পুজো কমিটিকে নোটিস পাঠানো হবে?

বড় বাজেটের পুজো কমিটিগুলির আরও অভিযোগ, রাজ্যের দুর্গোত্সবকে যখন আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন কেউ পিছন থেকে ধরে টানছে বলে মনে হচ্ছে। রাজ্য সরকার করের বিভিন্ন ফাঁস থেকে পুজোকে মুক্ত করতে চাইলেও কেন্দ্রীয় সরকারের দিক থেকে চাপ আসে বলে মন্তব্য করেছেন কোনও কোনও পুজো উদ্যোক্তা।

এদিকে পুজো কমিটিগুলিকে আয়কর নোটিস পাঠানোর ঘটনায় তীব্র ভাষায় নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Bootstrap Image Preview