Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের ভূতুরে ৫ শহর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০৩:৫০ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০৩:৫০ PM

bdmorning Image Preview


ভুতের অস্তিত্ব নিয়ে প্রশ্ন থাকলেও এ বিষয়ে আগ্রহের কমতি নেই কারো। ভুত শব্দটি শুনলেই আতকে উঠেন অনেকে। মনের গহীনে কেমন যেন করতে থাকে। আবার কেউ কেউ এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন।

 আসুন জেনে নেই বিশ্বের কিছু ভুতুড়ে শহর সম্পর্কে।

ভারুশা

ভারুশা সাইপ্রাস উপকূলে একটি সম্পূর্ণ বসতিহীন রিসোর্ট শহর। তুর্কি আক্রমণের সময় ভারুশা থেকে দ্রুত মানুষজন সরিয়ে নেয়া হয়েছিল। আজ ভারুশাকে যেমন দেখাচ্ছে ঠিক এমনই ছিল ১৯৭৪ সালেও। দূর থেকে কর্মব্যস্ত শহর মনে হলেও এটি একটি সম্পূর্ণ মৃতশহর।

সিনসিনাটি সাবওয়ে

সিনসিনাটি সাবওয়ে হল আমেরিকার ওহিয়োর এক পরিত্যক্ত সুড়ঙ্গ রেলপথ। বিংশ শতাব্দীতে নির্মাণাধীন অবস্থায় বেশ বড় ধরনের দুর্ঘটনা ঘটে। বহু সংখ্যক কর্মী মারাত্মকভাবে আহত হন এবং মৃত্যুবরণ করেন। বিশ্বাস করা হয়, তাদের আত্মা এখনও ফাঁকা হলগুলোতে ঘোরাফেরা করে।

ওরেডর সর গ্ল্যান

এটি ফ্রান্সের একটি ছোট গ্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজিরা এ গ্রাম ধ্বংস করে দেয়। সমগ্র শহর পুড়িয়ে ফেলা হয় এবং প্রায় সব বাসিন্দার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গ্রামের অবশিষ্টাংশ এখনও দাঁড়িয়ে আছে।

মাউনসেল সি ফোর্টস

মাউনসেল সি ফোর্টস ইংল্যান্ডের দক্ষিণ সাগর তীরে অবস্থিত। দুর্গটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সম্ভাব্য নাজি আক্রমণ থেকে রক্ষা করার জন্য নির্মাণ করা হয়। আজ তা খালি অবস্থায় দাঁড়িয়ে আছে। জনশ্রুতি আছে, ভূতেরা নাকি এটি পাহারা দেয়।

Bootstrap Image Preview