Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘নোকিয়া এবার সাইকেলও তৈরি করছে?’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০৭:৩৬ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০৭:৩৬ PM

bdmorning Image Preview


সাইকেলের ধাক্কা লেগে বেঁকে গেছে একটি আস্ত গাড়ি! ঘটনাটি চীনের। ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়,  সাইকেলের ধাক্কায় একটি গাড়ির সামনের অংশ বেঁকে গেছে।

'কী দিয়ে তৈরি করা হয়েছিল সাইকেল?' সম্প্রতি এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে চীনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিতে। সেই ছবিতে কমেন্টের পাশাপাশি বিস্ময়ের শেষ নেই নেটিজেনদের।

এই দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীনের শেনজেন শহরে। আশ্চর্যজনকভাবে সাইকেলের ধাক্কায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও সাইকেলটির বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয়নি!

এই ছবিটি সামনে আসতে স্বাভাবিক ভাবেই আলোচনায় মেতেছেন নেটিজেনরা। কেউ কেউ ছবিটিকে এডিটিংয়ের কারসাজি বলেও উল্লেখ করেছেন। কিন্তু সেই দাবি নস্যাৎ করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। তারা জানিয়েছে, ঘটনাটি সত্যি। এ সম্পর্কিত সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে স্থানীয় পুলিশ।

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) জানিয়েছে, দক্ষিণ চীনের শেনজেন প্রদেশের একটি শহরে এ ঘটনা ঘটেছে।

এদিকে ওই সাইকেলের ছবি ইতোমধ্যেই নেটিজেনরা বিভিন্ন রকম জোকসও করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মজা করে বলেছেন, নোকিয়া এবার সাইকেলও তৈরি করছে? কারও মন্তব্য, এই সাইকেলটি আমার চাই?

Bootstrap Image Preview