Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারবিরোধী বিক্ষোভে সুদানে নিহত ৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৯ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সুদানে গত কয়েকদিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে পুলিশের সঙ্গে সংঘর্ষে আটজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দ্রব্যমূল্য বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটসহ জীবন ধারণের ব্যয় বাড়তে থাকায় সুদানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রূপ ধারণ করেছে। গত ২০ ডিসেম্বর জরুরি অবস্থা ভেঙ্গে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে আটজন নিহিত হয়েছেন।

জরুরি অবস্থা ও রাতভর কার্ফিউ চলাকালীন সরকারবিরোধী বিক্ষোভে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ আল কাদারিফের জেদারেফ শহরে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এছাড়াও বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় নীলনদ প্রদেশের আটবারা শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আর দুইজন নিহত হয়েছেন।

খাদ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সুদানের রাজধানী খারতুমসহ অন্যান্য শহরগুলোতে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত বুধবার আটবারা, আদ দামার ও বার্বার শহরে এই বিক্ষোভ শুরু হয়।

বিভিন্ন শহরে বিক্ষোভে ব্যাপক মানুষের অংশগ্রহণ শুরু হলে জরুরি অবস্থা ও কার্ফিউ জারি করে সরকার। সরকারবিরোধী স্লোগান দেয়ার কারণে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও গুলি ছোড়া হয়। পুলিশের গুলিতে অনেকে আহত হলে মুহূর্তেই পরিস্থিতি সহিংস রুপ ধারণ করে।

Bootstrap Image Preview