Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, আগষ্ট ২০১৯ | ২ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৩:৪২ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৩:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। শনিবার রাতে দেশটিতে এই শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভ-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।  

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ইন্দোনেশিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলের তিয়াকুরে শনিবার স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এই কম্পনের উৎসস্থলের গভীরতা ছিল ১৪০ কিলোমিটার। তিন থেকে পাঁচ সেকেন্ড স্থায়ী ছিল সেই কম্পন। তবে সুনামির সতর্কবার্তা জারি করা হয়নি।

জানা গেছে, কম্পন অনুভূত হওয়ার পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সবাই আতঙ্কে চীৎকার করে ছুটতে থাকে।
তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। 

Bootstrap Image Preview