Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সামরিক অভ্যুত্থানের ভয়ে সেনাবাহিনী তলব সৌদি যুবরাজের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:৩০ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অভ্যুত্থানে আশঙ্কায় আগ-ভাগেই সৌদি আরবের অন্যান্য অঞ্চল থেকে সেনাবাহিনীকে রাজধানী রিয়াদে তলব করেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। রাজপরিবারেরই কিছু সদস্য অভ্যুত্থানের মাধ্যমে যুবরাজকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করছেন- আরব আমিরাতভিত্তিক গণমাধ্যম থেকে এমন দাবি করার পর সেনাবাহিনীকে তলব করার এই ঘটনা ঘটল।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী সংবাদমাধ্যম আল-খালিজ অনলাইন এ সম্পর্কিত একটি সংবাদ প্রকাশ করে। ওই সংবাদে অভ্যুত্থানের মাধ্যমে যুবরাজকে ক্ষমতাচ্যুত করার জন্য অন্য যুবরাজরা ঐক্যবদ্ধ হয়েছেন বলে উল্লেখ করা হয়েছিল।

আল-খালিজে বলা হয়েছে, সৌদি যুবরাজ বর্তমানে জি-২০ সম্মেলনে আর্জেন্টিনায় রয়েছে। তিনি যখন আর্জেন্টিনা যান তখন দেশের পূর্ব ও পশ্চিম এলাকা থেকে সেনাবাহিনীকে রাজধানী রিয়াদের দিকে মার্চ করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, তুরস্কের রাজনাধীন ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনা থেকেই সৌদি রাজপরিবারে অস্থিরতা চলছে। বিশ্বব্যাপী জনমত বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। দেশের অভ্যন্তরেও যুবরাজের বিরুদ্ধে ব্যাপক জনমত গঠিত হয়েছে।

Bootstrap Image Preview