Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল বাস খালে, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১০:২৫ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ১০:২৫ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ভারতের কর্নাটক রাজ্যের দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুল বাস খালে পড়ে যায়। এতে ৩০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ শিশু ছিল।

গতকাল শনিবার বিকেলে বেঙ্গালুরু থেকে ১০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মানদিয়ায় এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল বাসটি শিক্ষার্থীসহ ৩৫ জন যাত্রী নিয়ে ভাদেসামুদ্র গ্রামের দিকে যাচ্ছিলো। পথে মানদিয়ায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি খালে পড়ে যায়। এক পাশে কাত হয়ে দ্রুত ডুবে যাওয়া বাসটির দরজার পাশটি নিচে পড়ায় বাসের সবাই ভিতরে আটকা পড়ে যায়, তারা আর বের হতে পারেনি। ফলে ঘটনাস্থলেই নিহত হন ১৫ জন। বাকি ১৫ জন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে বাসটির চালক কোনো রকমে বের হয়ে সাঁতরে নিজেকে রক্ষা করেন বলে জানা গেছে। ঘটনার পর পরই খালের পাশের খেতে কর্মরত কৃষকরা দ্রুত উদ্ধার কাজ শুরু করে চারজন যাত্রীকে রক্ষা করেন।

কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ড. জি পরমেশ্বর জানিয়েছেন, চালক ঠিকমতো চালাচ্ছিল না বলে মনে করেন তিনি।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Bootstrap Image Preview