Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুয়ার তলায় মিললো ২১০০ বছরের পুরোনো ‘টেরাকোটা আর্মি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৮:৪৭ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০৮:৪৭ PM

bdmorning Image Preview


কুয়ার তলায় খোঁজ মিলল সৈনিকের সারির। ২১০০ বছর আগের পুরানো কুয়ার তলা থেকে সন্ধান মিলল এই কাঠের সৈন্যদলের। বিশেষ ভাবে সজ্জিত এই সৈন্যদলকে বলা হয় ‘টেরাকোটা আর্মি’। এত বছরের পুরানো এই কাঠের সেনাবাহিনীর সন্ধান পেয়ে উচ্ছ্বসিত প্রত্নতাত্ত্বিকরা। 

আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট ‘লাইভসায়েন্স’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ‘টেরাকোটা আর্মি’ হল টেরাকোটা স্থাপত্যের নিদর্শন। রথ, পদাতিক সৈন্য, ওয়াচ টাওয়ার ইত্যাদিতে সাজানো এই প্রত্ন নিদর্শন চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং'র তৈরি।

কেন প্রাচীন চীনে মাটির নীচে এমন সৈন্য সাজানো থাকত? আসলে এর পিছনে রয়েছে প্রাচীন ধর্মীয় বিশ্বাস। রাজ পরিবারের কোন প্রবীণ সদস্যের কবরে এই সৈন্যবাহিনীকে সাজানো হতো। উদ্দেশ্য ওই সৈন্য বাহিনী রাজা ও রাজ পরিবারের সদস্যদের উদ্ধার করবে। মাটির তলায় থমকে থাকা ওই ইতিহাসের টুকরো থেকে নতুন কোনও তথ্য পাওয়া যায় কি না, আপাতত তার অনুসন্ধানেই ব্যস্ত প্রত্নতাত্ত্বিক ও গবেষকরা।

Bootstrap Image Preview