Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিসরে ৬ হাজার বছর আগের বিড়ালের মমি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১০:০৫ AM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১০:০৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মিসরে ৬ হাজার বছর আগের বিড়ালের মমির সন্ধান পাওয়া গেছে। দেশটির দক্ষিণ পিরামিড সাইটের প্রান্তে সমাধি থেকে বিড়ালের অনেকগুলো মমি আবিষ্কৃত হয়েছে। প্রাচীন মিসরীয়রা দেবতা হিসেবে বিড়াল পূজা করত।

প্রত্নতত্ত্ববিষয়ক মন্ত্রী খালেদ এল-এনি বলেন, এপ্রিল মাসে খনন কাজ পরিচালনা করে প্রত্নতাত্ত্বিক মিশন এটি আবিষ্কার করেছিল। বিড়ালের জন্য তিনটি সমাধি ব্যবহার করা হয়েছিল। আর চারটি শবাধার এক জায়গায় পাওয়া যায়নি।

সাইকরা এলাকার পরিচালক মোহাম্মদ ইউসুফ বলেন, ওই সমাধিস্থলে প্রাচীনকালের পঞ্চম রাজবংশের সমাধিটির দরজাটি অক্ষত রয়েছে। আগামী সপ্তাহে বিশেজ্ঞরা এটি আবিষ্কারের পরিকল্পনা করেছেন। মিসরের পুরাতত্ত্ব কাউন্সিলের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেন, মিশনটি বিড়ালের প্রথম মমি আবিষ্কার করেছে। তিনি বলেন, আয়তকার চুনাপাথরের ভাস্কর্য শিল্প অলংকৃত প্রস্তর শবাধারে দুটি মমি পাওয়া যায়, একটি কালো রঙে তিনটি গুবরে-পোকাবিশেষ কিছু দিয়ে সজ্জিত। আরেকটি ভলডেড ঢাকনা দিয়ে পাওয়া যায়। ওয়াজিরি আরও বলেন, কয়েক দিন আগে আমরা যখন সেই মমিগুলো আবিষ্কার করেছিলাম তখন তা সিল করা হয়েছিল। প্রাচীন মিসরে বিড়ালকে অত্যন্ত পবিত্র মনে করা হতো। ছোট-বড় সবাই সম্মান করত ছোট্ট প্রাণীটিকে। যে কারণে বিড়ালকে তারা শিল্পে স্থান দিয়েছিল। মর্যাদা দিয়েছিল দেবতার। মৃত্যুর পর বিড়ালের মমিও করা হতো।

Bootstrap Image Preview