Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের বই কলকাতায় সহজলভ্য করার দাবি পাঠকের

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৯:৪৪ AM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৯:৪৪ AM

bdmorning Image Preview


ভারতের কলকাতায় আয়োজিত বাংলাদেশের বইমেলা চলছে। ২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া ১০ দিনব্যাপী এই বইমেলার আর বাকি আছে মাত্র ৪ দিন। এ বছরই সর্বাধিক ৬১টি প্রকাশনা সংস্থা ৬৯টি বইয়ের স্টল নিয়ে যোগ দিয়েছে এই বইমেলায়। বইপ্রেমীরা আসছেন, বই দেখছেন ও কিনছেন। তাঁদের দাবি, কলকাতায় বাংলাদেশের বই সহজলভ্য করতে হবে।

বই মেলা উপলক্ষে বুধবার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে আলোচনার বিষয় ছিল- ‘সংবাদ, সামাজিক মাধ্যম, সাহিত্য ও শিল্প জগৎ।’ সেখানে কথা বলেন, বাংলাদেশের সাংবাদিক সুভাষ সিংহ রায়, শহীদ ইকবাল, কলকাতার সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, আশিষ চট্টোপাধ্যায়, অমল সরকার, পার্থ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

সেমিনারে সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল ইকবাল। সেমিনার শুরু আগে আগে অনুষ্ঠিত হয় কবিতা পাঠের আসর।

আলোচকেরা বলেন, বাংলাদেশের বইয়ের কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে চাহিদা থাকলেও সেই বই পাঠকদের কাছে সহজলভ্য নয়। তাই কলকাতার বইপ্রেমীরা তাকিয়ে থাকেন, কখন শুরু হবে বাংলাদেশের এই একক বইমেলা। এখানকার বইপ্রেমীদের অনেকটা চাহিদা মেটালেও তা হয়ে থাকে সাময়িক কালের জন্য। সারা বছর অনেককে বাংলাদেশের বইয়ের জন্য হা হুতাশ করতে হয়।

তাই এখানে একটি বড় পরিসরে স্থায়ী বই বিক্রয় কেন্দ্র গড়া হলে এখানকার বইপ্রেমীরা বাংলাদেশের বইকেনার আরও বেশি সুযোগ পাবেন। তৈরি হবে বাংলাদেশের বইয়ের পাঠক।

Bootstrap Image Preview