Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানে ফের মার্কিনবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০২:০০ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০২:০০ PM

bdmorning Image Preview


তেহরানে মার্কিন দূতাবাস ঘেরাও করেও বিক্ষোভ করেছেন ইরানি জনগণ। কারণ সোমবার থেকে ইরানের বিরুদ্ধে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা। এ নিয়ে ইরানজুড়ে চলছে মার্কিনবিরোধী লাগাতার বিক্ষোভ।

তিন বছর আগে হওয়া ছয় জাতির চুক্তিকে ভঙ্গ করে সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়ে আসছিল বেশ কিছু দিন ধরেই। পুনরায় বহাল করা এ নিষেধাজ্ঞায় সাত শতাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান, নৌযান, উড়োজাহাজ ছাড়াও থাকছে বৃহৎ ব্যাংক, জাহাজ ও তেল রফতানিকারক প্রতিষ্ঠানগুলো।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এটি হতে যাচ্ছে ইরানের ওপর আরোপ করা ‘সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’।

উল্লেখ্য, ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়া এ ছয় বিশ্বশক্তির সঙ্গে করা পরমাণু চুক্তির সুবাদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে এসব নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল।

Bootstrap Image Preview