Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বীরগঞ্জে উচ্চ ফলনশীল বিনা-১৭ ধানের শস্য কর্তন উদ্বোধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৯:২১ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৯:২১ PM

bdmorning Image Preview


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে বিনা উদ্ভাবিত স্বপ্ন জীবনকালীন ও উচ্চ ফলনশীল আমন ধানের জাত বিনা ধান-১৭ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ অক্টোবর) উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবিপুর গ্রামের উদ্যোক্তা কৃষক মোঃ আব্দুল জলিলের জমিতে ধান কেটে আনুষ্ঠানিকভাবে মাঠ দিবসের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ পরমাণু গবেষণা ইনষ্টিটিউট রংপুর উপকেন্দ্র ও বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিভিন্ন ফসল ও ফলের জাত উন্নয়ন শীর্ষক কর্মসূচির অর্থায়নে এ দিবসের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে শস্য কর্তন ও মাঠ দিবসের আলোচনা সভায় উপস্থিত কৃষক-কৃষাণীদের উদ্যেশ্যে প্রধান হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালকের কার্যালয় দিনাজপুর অঞ্চল উপ-পরিচালক ড. মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ি দিনাজপুর'র উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইকবাল, রংপুর বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্ত ও বৈজ্ঞানিক কর্মকর্তা তানজিলুর রহমান মন্ডল, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সামিউল হক প্রমুখ।

বক্তাগণ জানান, বিনা উদ্ভাবিত স্বপ্ন জীবনকালীন ও উচ্চ ফলনশীল আমন ধানের জাত বিনা ধান-১৭ জীবনকাল মাত্র ১১৭ দিন। চাষাবাদের খরচ এবং রোগবালাই কম হওয়ায় হেক্টর প্রতি এর সর্বোচ্চ ফলন ৮ টন। জাতটি চাষাবাদের পদ্ধতি অন্যান্য উফশি রোপা আমন জাতের মতই। তবে এই ধানের আগাম ফলন হওয়ায় একই জমিতে শীতকালিন ফসল চাষ করা যায়। এতে কৃষকেরা বেশি লাভবান হয়।

Bootstrap Image Preview