Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

`যত্মবান হলেই দৃষ্টিশক্তি রক্ষা সম্ভব’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ১১:৪৭ AM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ১১:৫১ AM

bdmorning Image Preview


প্রত্যেক মানুষের  জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, একটু সচেতন যত্মবান হলেই দৃষ্টিশক্তিকে রক্ষা করা সম্ভব

গতকাল বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগ কমিউনিটি অফথালমোলজি বিভাগেসবার জন্য চক্ষুসেবাপ্রতিপাদ্য নিয়ে বিশ্ব দৃষ্টি দিবস- ২০১৮ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন

উপাচার্য বলেন, নিয়মিত পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে চোখের দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া জরুরিপ্রত্যেক মা-বাবাকে তাঁদের সন্তানদের দৃষ্টিশক্তিসহ চোখের সমস্যা রয়েছে কিনা তা চিহ্নিত করতে নিয়মিত চোখের পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে একটি র‌্যালি বের হয়র‌্যালি এই বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে থেকে শুরু হয়ে বহির্বিভাগ হয়ে সি ব্লকের সামনে গিয়ে শেষ হয়

এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ জাফর খালেদ, কমিউনিটি অফথালমোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল ওয়াদুদ, চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী নিলুফার মলিসহ সংশ্লিষ্ট চিকিৎসক রেসিডেন্ট শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন

Bootstrap Image Preview