Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাইবান্ধায় পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০২:৩২ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০২:৩২ PM

bdmorning Image Preview


২০১২-২০১৩ শিক্ষা বর্ষের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষার কেন্দ্র গাইবান্ধা জেলায় নিয়ে আসার জন্য মানববন্ধন ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

সোমবার (৮ অক্টোবর) দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীবৃন্দরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, উত্তরবঙ্গের সকল কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষার কেন্দ্র নিজ জেলায় দিলেও গাইবান্ধার শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র নিজ জেলায় না দিয়ে রংপুরে দেওয়া হয়েছে। এতে করে আমাদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হবে।

গাইবান্ধা থেকে রংপুরের দূরত্ব ৬৫ কিলোমিটার। গাইবান্ধা থেকে রংপুর যেতে ২ থেকে ৩ ঘন্টা সময় লাগে। এত দূরের রাস্তা গাড়িতে করে গিয়ে আমরা ৩ থেকে ৪'শ পরীক্ষার্থী কি ভাবে পরীক্ষা দিব। আর এত দূরের রাস্তা যেতে অনেকই অসুস্থ হয়ে পড়বে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারবেনা।

অনেক শিক্ষার্থী আছে যারা বেশিক্ষণ গাড়ীতে থাকতে পারে না, তারা কিভাবে পরীক্ষা দিবে। উত্তরবঙ্গের সকল কলেজের পরীক্ষা কেন্দ্র যদি নিজ জেলায় দিতে পারে আমাদের কেন অন্য জেলায় ৬৫ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হবে। আমাদের নিজের জেলায় যদি সব পরীক্ষা হয় তাহলে এটাও হবে। আমাদের জেলায় এতগুলো কলেজ থাকতে আমরা কেন অন্য জেলায় পরীক্ষা দেব। আমাদের দাবি আমাদের পরীক্ষা কেন্দ্র আমাদের জেলায় দিতে হবে।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফ সরকার বলেন, ৩ থেকে ৪'শ পরীক্ষার্থী গাইবান্ধা থেকে রংপুরের দূরত্ব ৬৫ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে নানা ধরণে ভোগান্তি হবে। এটা আমরা মানি না, অবিলম্বে গাইবান্ধার যেকোন কলেজে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষার কেন্দ্র দিতে হবে। যতক্ষণ পর্যন্ত পরীক্ষা কেন্দ্র গাইবান্ধায় দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। 

গাইবান্ধা জেলার অনার্স ৪র্থ বর্ষের বিশেষ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সুষ্ঠ পরীক্ষার কথা বিবেচনা করে অবিলম্বে পরীক্ষার কেন্দ্র নিজ জেলায় দেওয়ার জন্য মানববন্ধন থেকে সংশ্লিষ্ঠ সকলের কাছে দাবি জানানো হয়। 

 

Bootstrap Image Preview