Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় ম্যাচেও হারল তাসকিনের কান্দাহর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ১২:৫০ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০১:০১ PM

bdmorning Image Preview


আফগানিস্তান প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় বঞ্চিত থাকল তাসকিনের দল কান্দাহার নাইটস। ববিবার তাদেরকে ১৩ রানে হারিয়েছে বালখ লিজেন্ড। এ ম্যাচেও কান্দাহারের মূল একাদশের বাইরে ছিলেন তাসকিন আহম্মেদ। 

এদিন কান্দাহার টসে জীতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। বালখের হয়ে এদিন ব্যাটিংয়ে দূর্দান্ত সূচনা এনে দেয় দুই ওপেনার কলিন মুনরো ও ওসমান গনি। উদ্ধোধনি জুটিতে তারা ৪৮ রান তোলেন। ওসমান ২০ বল থেকে ১৯ রান করে রান আউট হন। কিন্তু অন্য ওপেনার দলীয় ৭৬ রানের ২৪ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।

বাকিদের মধ্যে রবি বোপারা ২৯ বল থেকে ৩৪ রান, মোহাম্মদ নবী ১৩ বল থেকে ১৮ রানের ইনিংস খেলেন। যা বালখকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়।

জবাবে কান্দাহারের ওপেনিংয়ে ৩৯ রানের জুটি গড়েন পল স্টরলিং ও ব্যান্ডন ম্যাকোলাম। দলীয় পঞ্চম ওভারে সময় ১২ বল থেকে ২০ রানের ইনিংস খেলে প্যাভিলনে ফেরেন স্টরলিং। ৩৯ রানেই দ্বিতীয় উইকেট হারায় তারা। এ সময় করিম সাদেক ০ রানেই ফেরেন।

জোড়া উইকেট হারিয়ে দলের হাল ধরতে ক্রিজে আসেন আজগর আফগান। তিনি ও ম্যাকোলাম দলকে কিছুটা টেনে তোলেন। কিন্তু নবম ওভারের সময় দলীয় ৬৮ রানে ফেরেন ম্যাকোলাম। তিনি ২৯ বল থেকে ৩১ রানের ইনিংস খেলেন।

ম্যাকোলামের বিদায়ের পর নিয়মিত বিরতীতে উইকেট হারায় কান্দাহার। দলীয় ১০০ রানে ১৪ বল থেকে ৮ রানে ফেরেন রানে করিম জান্নাত। দলীয় ১১৫ রানে নাজবিুল্লাহ জাদরান ও  আজগরের জোড়া উইকেট হারায় তারা। 

আজগর ৩২ বল ৪৫ রানের ইনিংস খেলেন।তার জায়গায় ব্যাট করতে আসা কেবিন ও’ব্রাইন ১ রানে ফিরলে মূলত জয়ের আশা ছেড়ে দেয় কান্দাহার।শেষ দিকে আমির হামজা ১২ বলে ১৮ ও মাহেদ শিরজাদ ৯ বলে ১৬ রানের অপরাজিত ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনেন। ৭ উইকেট হারিয়ে কান্দাহারের ইনিংস শেষ হয় ১৫২ রানে।

চলতি আসরে এটি কান্দাহারের টানা দ্বিতীয় হারল। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের তৃতীয় ম্যাচে কাবুলের বিপক্ষে মাঠে নামবে তারা।

 

 

Bootstrap Image Preview