Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এখনো ১০০ শতাংশ ফিট নই: নেইমার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ১২:১৯ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ১২:১৯ PM

bdmorning Image Preview


চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে ২-৩ হেরেছে তাঁর দল। তাঁকেও ছন্দে দেখা যায়নি। তবে বুধবার রেড স্টার বেলগ্রেডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লড়াইয়ের আগে কিন্তু হুঙ্কার দিয়ে রাখতে ছাড়ছেন না নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। ব্রাজিলের মহাতারকা বলছেন, প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে সেরা ছন্দে আসা এখনও বাকি। শিগগিরিই তা দেখা যেতে পারে।

অ্যানফিল্ডে লিভারপুলের কাছে হারার পরেই ফরাসি লিগে টানা তিনটি ম্যাচে জিতেছে প্যারিস সেন্ট জার্মেই। যে জয়ে দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। যদিও প্যারিস সেন্ট জার্মেই কোচ থমাস তুহেল তাঁর দলের এক নম্বর তারকাকে নিয়ে বলছেন, ‘‘নেইমার হয়তো ১০০ শতাংশ ফিট নেই এখন। তবে তার কাছাকাছি জায়গায় রয়েছে।’’

কোচের কথায় সাই দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমি ১০০ শতাংশ ফিট নই। দলের কেউই নেই। মৌসুমের সবে শুরু এখন। আমরা খুব বেশি ম্যাচ কিন্তু এখনও খেলিনি। বিশ্ব ফুটবল সেরা ছন্দে থাকে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ। বড় ম্যাচগুলোতে সেটা বোঝা যায়।’’ নিজের ফিটনেস উন্নত করতে যে তিনি প্রবল পরিশ্রম করার কথা জানিয়ে নেইমার বলেন, ‘‘প্রতিটা ম্যাচ, প্রতিটা দিন আমি শারীরির ভাবে আর টেকনিক্যাল দিক থেকে আরও উন্নতি করার চেষ্টা করে যাচ্ছি।’’

গত বছর মার্চে তাঁর মারাত্মক চোট পাওয়ারও প্রসঙ্গও ওঠে সাংবাদিক বৈঠকে। যে চোটে ক্লাবের হয়ে বাকি মৌসুমে আর নামতে পারেননি তিনি। জাতীয় দলের হয়ে বিশ্বকাপের প্রস্তুতিতেও ধাক্কা খান। শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপে নামলেও তাঁর দল কোয়ার্টার ফাইনালে ছিটকে যায়। নেইমার বলেন, ‘‘আমার চোট পাওয়ার ব্যাপারটা খুব দুঃখের ছিল। বিশ্বকাপ থেকে আমরা যে ভাবে ছিটকে যাই সেটাও খুব হতাশার। তবে সে সব এখন অতীত।’’

ব্রাজিলীয় তারকার কথাতেই পরিষ্কার, এখন তিনি পুরনো কথা আর মনে রাখতে চান না। ভাবতে চান বর্তমান নিয়ে। তাই ফরাসি লিগে শনিবারের ৩-০ জয়ের পরেই বান্ধবী ব্রুনার সঙ্গে ডিজনিল্যান্ডে সারাদিন কাটিয়েছেন। সেই ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়।

চ্যাম্পিয়নস লিগ পিএসজি বনাম রেড স্টার আজ মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত ১০-৫৫ মিনিটে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু।

Bootstrap Image Preview