Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জবির ইউনিট-১ এর ভর্তি পরীক্ষা শনিবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৬ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৬ PM

bdmorning Image Preview


জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষের ‘ইউনিট-১’ (বিজ্ঞান শাখা)-এর ভর্তি পরীক্ষা আগামীকাল (শনিবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি দু’টি শিফটে (সকাল ও বিকাল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট তিনটি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এবার ‘ইউনিট-১’-এর ৮২৫টি আসনের বিপরীতে ২৬,৪০৫ জন শিক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষার জন্য মনোনীত হয়েছে। এর মধ্যে সকালের শিফটে ১৩,২৪১ জন এবং বিকালের শিফটে ১৩,১৬৪ জন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১০০০০১ থেকে ১২২১১৫ পর্যন্ত, পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (আই.ই.আর, জবি) ১২২১১৭ থেকে ১২৬৩০১ পর্যন্ত, বাংলাবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ১২৬৩০৩ থেকে ১২৯২৮৭ পর্যন্ত এবং ঢাকা কলেজিয়েট স্কুলে ১২৯২৮৯ থেকে ১৩১১৩৫ পর্যন্ত রোলধারীদের মধ্যে শুধুমাত্র বিজোড় রোল নম্বরধারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সকালের শিফটের (সকাল ১০টা থেকে ১১:৩০টা পর্যন্ত) অনুষ্ঠিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১০০০০২ থেকে ১২২৩০৬ পর্যন্ত, পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (আই.ই.আর, জবি) ১২২৩০৮ থেকে ১২৬৪৬০ পর্যন্ত, বাংলাবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ১২৬৪৬২ থেকে ১২৯২১০ পর্যন্ত এবং ঢাকা কলেজিয়েট স্কুলে ১২৯২১২ থেকে ১৩১১৩৪ পর্যন্ত রোলধারীদের মধ্যে শুধুমাত্র জোড় রোল নম্বরধারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা বিকালের শিফটের (বিকাল ৩:৩০টা থেকে ৫ :০০টা পর্যন্ত) অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, পরীক্ষার্থীকে প্রিন্টকৃত প্রবেশপত্র (Admit Card) অবশ্যই সঙ্গে আনতে হবে। আসন বিন্যাস ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে। এ ছাড়াও সফলভাবে আবেদনকৃত পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও আসন বিন্যাস আবেদনের সময়ে প্রদত্ত মোবাইল নম্বরে ঝগঝ-এর মাধ্যমে জানানো হয়েছে।

Bootstrap Image Preview