Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গবেষণায় ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেলেন শাবি’র ড. ওয়াহিদুজ্জামান

আরাফ আহমদ, শাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৫ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৫ PM

bdmorning Image Preview


গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড -২০১৮’ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক কনফারেন্সে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

কনফারেন্সে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. ইউসূফ আলী মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সিইও এম এ হালিম চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন, গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন এবং সমাপনী বক্তব্য রাখেন, গবেষণা কেন্দ্রের সদস্য অধ্যাপক ড. এ জেড এম মঞ্জুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইউসূফ আলী মোল্লা বলেন, বিশ্ববিদ্যালয়ে শুধু শিক্ষা কার্যক্রম চললেই হয় না। শিক্ষার পাশাপাশি গবেষণা কার্যক্রম সমান্তরালভাবে চললে বিশ্ববিদ্যালয় পূর্ণতা লাভ করে।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, গবেষণা হতে হবে সাধারণ মানুষের জন্য। এই গবেষণার মাধ্যমে সাধরণ মানুষ যাতে উপকৃত হয়। গবেষণার পাশাপাশি প্রকাশনা বৃদ্ধি করতে হবে। গবেষণা ও প্রকাশনার উপর ভিত্তি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেটিং তৈরি হয়। অর্থ বরাদ্দ কোনো সমস্যা নয়, ইউজিসি থেকে গবেষণার জন্য সবোর্চ্চ সহায়তা করা হবে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয় থেকে সকল সুযোগ সুবিধা দেয়া হবে। এমনকি আমাদের প্রায় এক হাজার কোটি টাকার প্রজেক্ট অনুমোদন হলে আবাসিক, ক্লাস রুম সমস্যাসহ সকল কিছুর সমাধান হবে। কিন্তু শিক্ষকদেরকে ভালোভাবে ক্লাস, পরীক্ষা নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে খাতা দেখে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে হবে। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে গবেষণায় মনোযোগী হতে হবে।

অনুষ্ঠান শেষে গবেষণা কাজে প্রতি বছরের ধারাবাহিকতায় পূবালী ব্যাংক বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্রে ১৫ লাখ টাকা অনুদান প্রদান করে। এদিকে কনফারেন্সের অংশ হিসেবে দুই দিনব্যাপী ৮টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৭ সেপ্টেম্বর ও ৩০ সেপ্টেম্বর যথাক্রম ৪টি করে টেকনিক্যাল সেশন থাকবে।

Bootstrap Image Preview