Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানের আঞ্চলিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি: তেহরান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ১১:০৮ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ১১:০৮ AM

bdmorning Image Preview


ইরানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা কমানোর জন্য আমেরিকার ইরাক সরকারের ওপর যে চাপ প্রয়োগ করছে তারপরও ইরানের সঙ্গে ইরাকের ঘনিষ্ঠ সম্পর্ক অব্যাহত থাকবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, বাগদাদের ওপর ওয়াশিংটনের প্রচণ্ড চাপ সত্ত্বেও। তিনি সোমবার সন্ধ্যায় তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সাম্প্রতিক কাতার সফর এবং আঞ্চলিক নয়া কূটনৈতিক তৎপরতা সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বাহরাম কাসেমি বলেন, আঞ্চলিক পরিস্থিতির ব্যাপারে ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। ইরান সব সময় বাস্তব পরিস্থিতির আলোকে নিজের মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি অনুসরণ করেছে।

রাশিয়া ও চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানিগুলো ইরানের তেল ও গ্যাসক্ষেত্র উন্নয়নের কাজ থেকে সরে যাচ্ছে বলে যে খবর বের হয়েছে সে সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে কাসেমি বলেন, যতক্ষণ সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হচ্ছে ততক্ষণ গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের খবর উপেক্ষা করা উচিত। তবে এটাও ঠিক যে, ইরানের সঙ্গে সহযোগিতা বন্ধ করার ব্যাপারে বিশ্বের বড় কোম্পানিগুলোর ওপর আমেরিকা অসম্ভব চাপ তৈরি করে রেখেছে।

Bootstrap Image Preview