Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদিকে উৎখাত করার দায়িত্ব আমাদের: অভিষেক

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ১১:০০ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ১১:০০ AM

bdmorning Image Preview


আগামী ১৯ জানুয়ারি কোলকাতার ব্রিগেড ময়দান থেকে বিরোধীদলীয় বিভিন্ন নেতৃত্বের উপস্থিতিতে বিজেপিকে ভারত ছাড়া করার ডাক দেয়া হবে বলে জানান ভারতের পশ্চিমবঙ্গের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেছেন, বাংলায় ৪২টি লোকসভার আসনের ৪২টিই আমাদের দিন, মোদিকে উৎখাত করার দায়িত্ব আমাদের। শুধু লোকসভা নির্বাচনে বাংলার মানুষকে ৪২-এ ৪২ আসন দিতে হবে আমাদের।

তিনি আজ (সোমবার) পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে দলীয় এক জনসভায় উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ওই মন্তব্য করেন।   

অভিষেক বলেন, একাধিক জনবিরোধী নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার। আজও সংসদ চত্বরে আমাদের দলীয় এমপিরা কৃষকদের ঋণ মওকুফের দাবিতে ধর্না-অবস্থানে বসেছেন। আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি পুঁজিপতি, কোটিপতিদের তিন লাখ কোটি টাকা ঋণ মওকুফ করেছেন কিন্তু কৃষকদের দিকে একবার ফিরেও তাকাননি। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জমির খাজনা মওকুফ করেছেন। যারা হিন্দু ধর্মের ধারক ও বাহক বলে নিজেদের দাবি করেন আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই হিন্দু ধর্মের জন্য নরেন্দ্র মোদির বিজেপি সরকার গত পাঁচ বছরে কোন কাজটি করেছেন?’

বিজেপিকে টার্গেট করে তিনি বলেন, ‘এরা কেবল সাম্প্রদায়িকতার কথা বলে বাংলাকে বিভক্ত করে আগুন জ্বালাতে চায়। এরা চায় না উন্নয়ন হোক। সিপিএম যেভাবে বাংলাকে পিছিয়ে রেখেছিল, একইভাবে বিজেপি আবার বাংলার কালোদিন গুলো পুনরায় ফিরিয়ে আনতে চাচ্ছে। আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো, এসব হতে দেবো না।’

অভিষেক বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে কয়েকটা ‘আবর্জনা’ ঢুকে বিজেপির কিছু লোকজন জিতে আমাদের এলাকা অশান্ত করতে চাচ্ছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনগুলোতে কী ফল হয়েছে তা আপনারা উপলব্ধি করেছেন। রাজস্থানে ভোঁকাট্টা হয়ে গেছে বিজেপি, মধ্য প্রদেশে মুখ থুবড়ে পড়েছে, ছত্তিসগড়ে মুছে গেছে, এই হয়েছে ওদের করুণ পরিণতি! হিন্দু ধর্মের ধারক ও বাহক বলে ওরা নিজেদেরকে দাবি করেন। কিন্তু ছত্তিসগড়ে ৯২ শতাংশ ভোটার হিন্দু, রাজস্থানে ৯৪ শতাংশ ভোটার হিন্দু, মধ্য প্রদেশে ৯১. ৭ শতাংশ ভোটার হিন্দু। কিন্তু তাঁরা আজকে বিজেপিকে ভোট দেয়নি। তাঁরা উপলব্ধি করেছে বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো মানে খাল কেটে কুমির আনা। সেজন্য বিজেপি থেকে ওরা হাত ও মুখ ফিরিয়ে নিয়েছে। বিজেপি গদিচ্যুত হয়েছে।’

তিনি বলেন,

Bootstrap Image Preview