Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অটলবিহারী-মোদির পার্থক্য আসমান-জমিন: মেহবুবা মুফতি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:৫২ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:৫৩ AM

bdmorning Image Preview


সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আসমান-জমিন পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

মেহবুবা বলেন, বাজপেয়ী সরকার চলে যাওয়ার পরে দশ বছর ধরে ইউপিএ সরকার ছিল। কিন্তু তারা বাজপেয়ীর ওই পদক্ষেপকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। বাজপেয়ী যখন কোনও সিদ্ধান্ত নিতেন নির্বাচনের কথা ভাবতেন না। কিন্তু মোদি সবসময়ই নির্বাচনে জয়ের কথা ভাবেন।

মেহবুবা বলেন, যে বিশাল জনাদেশের সঙ্গে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতায় বসিয়েছে, সেই সুযোগ পুনরায় আর আসবে না। কিন্তু এত বড় ম্যান্ডেট থাকা সত্ত্বেও তিনি কিছুই করতে পারেননি। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে, তিনি মানবতাবাদের ভিত্তিতে কাশ্মির সমস্যা সমাধান করতে চান। জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মুফতি মুহাম্মদ সাঈদ সরকারের সময় প্রথমবারের মতো এমনটা হয়েছিল যখন রাজ্য সরকার ও দিল্লিতে বাজপেয়ী  সরকার একই রকম চিন্তা করত। বাজপেয়ী পাকিস্তানের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে মুজাফফরাবাদ সড়ক খুলেছিলেন। তিনি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গেও কথা বলেছিলেন।

তিনি বলেন, সংলাপের জন্য বার্তাকার নিযুক্ত হলেও তিনি কিছুই করতে পারেননি। দুর্ভাগ্য এটাই যে কংগ্রেস ও বিজেপি সরকারের মধ্যে বাজপেয়ী ছাড়া কাশ্মির নিয়ে কেউ ভাবেননি। যদি বাজপেয়ী পুনরায় জয়ী হতেন তাহলে কাশ্মির সমস্যা দূর হয়ে  যেত।

কাশ্মিরে যারা নিহত হচ্ছেন তা সে সেনা জওয়ান হোক অথবা সন্ত্রাসী তারা আমাদের দেশ ও কাশ্মিরের সন্তান বলেও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেন।

Bootstrap Image Preview