Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাছের বদলে শারীরিক সম্পর্ক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:৫০ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:৫০ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে ঘুরপাক খাচ্ছে জাবোয়া নামটি। এক বিস্তীর্ণ অঞ্চলে এই প্রথা বেশ প্রচলিত। মাছ ধরার নৌকাগুলি পাড়ে উঠতেই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েন নারীরা। পছন্দসই মাছ নেওয়ার জন্য জেলেদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হয় তাদের।

খবর অনুযায়ী, অনেক বছর ধরেই কেনিয়াতে এই প্রথা চলে আসছে। কেনিয়ার ভিক্টোরিয়া লেকের তীরে এই প্রথা রীতিমতো জাঁকিয়ে বসেছে। গরীব পরিবারের নারীদের মাছ কেনার সামর্থ্য থাকে না। তাই জেলেদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ও পরিবারের দিকে তাকিয়ে এই প্রথায় নামতে হয় তাদের।

জানা গেছে, মাছ ধরার আগে কিংবা পরে জেলেদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হয় নারীদের। তারপর জেলেদের কাছ থেকে মাছ পান তারা। সেই মাছ নারীরা বাজারে গিয়ে বিক্রিও করে দেন। বিক্রি করে দেওয়া টাকায় সংসার চালান তারা।

আগে কেনিয়ায় এই প্রথা চালু থাকলেও, এখন দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশেও ‘জাবোয়া’ প্রথা ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে ছড়িয়ে পড়ছে এইচআইভিও। তবে নারীদের ওই পথ থেকে সরিয়ে নিতে নেমেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তা সত্ত্বেও জাবোয়ার প্রথা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রত্যেকে।

Bootstrap Image Preview