Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবির 'মাস্টার প্ল্যানে' মিডিয়া সেন্টার অর্ন্তভুক্ত

রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৯ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৯ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘মাস্টার প্ল্যান’-এ মিডিয়া সেন্টার অর্ন্তভুক্ত করা হবে। কবে নাগাদ এর কাজ শুরু হবে সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

সোমবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত ৫০ বছর মেয়াদী ‘মাস্টার প্ল্যান’-এ ‘মিডিয়া সেন্টার’ অর্ন্তভুক্তকরণ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আল-আরিফ। অনুষ্ঠানে ‘মাস্টার প্ল্যান’ কমিটির সদস্য ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক রকীব আহমদ ও অধ্যাপক রেজাউর রহমান ৫০ বছর মেয়াদী ‘মাস্টার প্ল্যান’র বিভিন্ন অবকাঠামোগত বিষয়গুলো প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন। 

এ সময় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ‘বিগত বছরে কয়েকটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা হলেও সময়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কলেবর বাড়ছে, এর কর্মকা-ও  বেড়েছে।  কিন্তু এর প্রচার খুব কম। এ চিন্তা মাথায় রেখে আগামী ৫০ বছরে বিশ্ববিদ্যালয়ের কর্মকা- কেমন হবে, পরিধি কেমন হবে, এর ভৌত কাঠামো কেমন হবে তা নিয়ে ‘মাস্টার প্ল্যান’ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ‘মাস্টার প্ল্যান’-এ ‘মিডিয়া সেন্টার’ অর্ন্তভুক্ত করা হয়েছে।

এ অনুষ্ঠানের সভাপতি ও কমিটির আহ্বায়ক অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, ‘বিশ্বের অন্যান্য উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের অভ্যন্তরীণ কাঠামোর দিকে নজর দিচ্ছে। তা ছাড়াও তাদের সাথে তাল মিলিয়ে  ‘মিডিয়া সেন্টার’ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। বিশ্বে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয়েও আর্ন্তজাতিক মানের গবেষণা হয় কিন্তু তার প্রচার করা হয় খুব কম। এ লক্ষ্যে আমরা ‘মাস্টার প্ল্যান’-এ ‘মিডিয়া সেন্টার’ অর্ন্তভুক্ত করছি। তবে  কীভাবে এর কার্যক্রম পরিচালনা হবে সে বিষয়ে পরে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন এ অনুষ্ঠানের সভাপতি ও কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

বিশ্ববিদ্যালয়ের ‘মিডিয়া সেন্টার’ চালুর বিষয়ে রাজশাহী মহানগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের মতামত নেওয়া হয়। সবার মতামতে ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ‘মিডিয়া সেন্টার’ চালু করা সিদ্ধান্ত করা হয়। যা প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রাবিতে এ মিডিয়া সেন্টারের কাজ শুরু হবে।

Bootstrap Image Preview