Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টমেটো চাষ করে স্বাবলম্বী জসিম মিয়া

কমলগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৪ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৪ PM

bdmorning Image Preview


মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামের মোঃ জসিম মিয়া টমেটো চাষ করে স্বাবলম্বী হয়েছেন। সারা বছর ধরে টমেটো চাষাবাদ চলছে তার ক্ষেতে।

টমেটোর চারার পদ্ধতি দীর্ঘদিন যাবৎ অবলম্বন করে কৃষকরা বাড়িতে বসেই আয়ের এই পথ বেঁছে নিয়েছেন। ফলে সারা বছর চারা পেয়ে সেড পদ্ধতিতে গ্রীষ্ম ও শীতকালীন সময়েও কৃষকরা টমেটো চাষাবাদে স্বাবলম্বী হয়ে উঠছেন। উৎপাদিত এসব টমেটো দেশের বিভিন্ন স্থানে কৃষকরা বিক্রি করা হচ্ছে।

গ্রীষ্মকালীন সময়ে ২ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ হয়েছে। এসব এলাকা ছাড়াও পুরো উপজেলা মিলিয়ে শীতকালীন সবজি হিসাবে এ পর্যন্ত দেড়শ’ হেক্টরেরও বেশি জমিতে টমেটো চাষাবাদ হয়েছে। তবে মৌসুম অনেকেই ধান চাষের চেয়ে টমেটো চাষে উৎসাহী হয়ে উঠছেন।

টমেটো চাষাবাদকারী কৃষকরা বর্তমানে জমিতে পরিচর্চার কাজে ব্যস্ত সময় পার করছেন। ফলে পূর্বের তুলনায় টমেটো চাষাবাদ উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। মৌসুম পর্যন্ত বৃদ্ধি পেয়ে টমেটো চাষাবাদে প্রায় তিনশ' হেক্টর জমি অতিক্রম করতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

কমলগঞ্জে গ্রাফটিং চারা উৎপাদনেও সাফল্য লাভের শীর্ষে রয়েছেন কয়েকজন কৃষক। জেলার সর্বোচ্চ টমেটো উৎপাদিত হচ্ছে কমলগঞ্জে।

সরেজমিন পাত্রখোলা বালুচর এলাকা ও আদমপুর ঘুরে দেখা যায়, বিশাল এলাকায় প্রায় ১৮ একর জমিতে গাছে গাছে পাকা ও আধা পাকা টমেটো ঝুলছে। একই অবস্থা আদমপুর ইউনিয়নের গ্রীষ্মকালীন টমেটো ঘোড়ামারা মোঃ জসিম মিয়া কৃষক টমোটো চাষাবাদ করে স্বাবলম্বী হয়।

কৃষকরা বলেন, টমেটো চাষাবাদে কীটনাশক ও বালাইনাশক ব্যবহার ছাড়া ছত্রাক ও পোকামাকড়ের হাত থেকে ক্ষেত রক্ষা করা মোটেই সম্ভব নয়। তাই বাধ্য হয়েই মাত্রাতিরিক্ত কীটনাশক ও বালাইনাশক ব্যবহার করতে হচ্ছে। এভাবে চাষাবাদ করেই অভাবের সংসার ঘুচাতে সক্ষম হয়েছি।

Bootstrap Image Preview