Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে জিতলে আসাদের সঙ্গে কাজ করবো: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:১৫ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:১৫ PM

bdmorning Image Preview


১৮তম দোহা ফোরামে দেয়া বক্তৃতায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এ ঘোষণা দেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গণতান্ত্রিক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বিজয়ী হলে তার সঙ্গে কাজ করার বিষয়টি বিবেচনা করবে আংকারা সরকার।

তিনি বলেন, গণতান্ত্রিক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হলে সবাই প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে কাজ করতে চাইবে। স্বচ্ছ নির্বাচনের পর চূড়ান্তভাবে সিরিয়ার জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে ক্ষমতায় পাঠাবে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সিরিয়ার জনগণকেই দেশটির নতুন সংবিধান তৈরি করতে হবে। বক্তৃতার এক পর্যায়ে চাভুসওগ্লু আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা সরিয়ে নেয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে তিনি মনে করেন।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তুরস্কের সেনা মোতায়েন রয়েছে। এসব সেনা সরিয়ে নেয়ার জন্য সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ গত ৪ নভেম্বর বলেছিলেন, দেশে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার জন্য “তুরস্কের দখলদার সেনাদেরকে” অবশ্যই সিরিয়া ত্যাগ করতে হবে। সিরিয়ায় কোনো অনুমতি ছাড়া মার্কিন সেনাও মোতায়েন করা রয়েছে।

Bootstrap Image Preview