Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাকিবের একাদশে থাকতে পারেন যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:১৪ AM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:১৪ AM

bdmorning Image Preview


টি-টোয়েন্টিতে উইন্ডিজ যে শক্তিশালী দল তাতে কোন সন্দেহ নেই। সেই দলের বিপক্ষে আজ টাইগারদের কেমন একাদশ তা নিয়ে চলছে বেশ আলোচনা। কিন্তু আলোচনা যাই হোক জয় পেতে হলে সর্ব শক্তি নিয়েই মাঠ নামতে হবে সাকিবদের।

টি-টোয়েন্টির একাদশে প্রথম সারির নয় খেলোয়াড়ের নাম যে কেউ চোখ বুঝে বলে দিতে পারবেন। সাকিব, তামিম, লিটন, সৌম্য, মুশফিক, মাহমুদউল্লাহ, মিরাজ , মিথুন ও মোস্তাফিজ। এই নয় জন ক্রিকেট খেলবেন এটা নিশ্চিত। 

এখনো আছে আর মাত্র দুই জন। সেদিক দিয়ে আরিফুল হক ও মোহাম্মদ সাইফউদ্দিন বেশি এগিয়ে আছেন। কারণ শেষ ম্যাচে সাইফউদ্দিন বল হাতে বেশ ভালো পারফম্যান্সে করেছেন। তা ছাড়া তিনি রুবেলের থেকে ভালো ব্যাটও করে থাকেন।

এছাড়াও আরিফুল হক টি-টোয়েন্টির জন্য একজন ফিট খেলোয়াড়। দলের প্রধান কোচও তাকে চয়েস করেন। আজ অনুশীলনে তিনি বেশ বোলিং ও ব্যাটিং করেছেন। ম্যাচের আগের দিন এই ধরনের ঘাম ঝরানো অনুশীলন আসলে বুঝিয়ে দেয় তাঁর কাধে দায়িত্ব পড়েছে।তাই তাঁর থাকাটাও অনেকটাই নিশ্চিত।

অন্যদিকে অনুশীলনে  পায়ের আঙুলে চোট পেয়েছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। প্রাথমিক ভাবে তাকে সব ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে। যদি আজ সকালে তাঁর ব্যথা কমে যায় তাহলে তিনি হয়তো মাঠে নামবেন। আর সেটি না হলে ক্যাপ্টেন হিসাবে দেখা যাবে মাহমুদউল্লাহকে। অন্যদিকে কপাল খুলতে পারে নাজমুল ইসলাম অপুর।

টাইগারদের সম্ভাব্য একাদশঃ সাকিব আল হাসান(ক্যাপ্টেন), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, মোস্তাফিজুর রহমান, আরিফুল হক ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Bootstrap Image Preview