Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান থেকে পালিয়ে আসা ৮৩ জনকে নাগরিকত্ব দিল ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৩ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গত কয়েক বছরে বিভিন্ন সময় পাকিস্তান থেকে পালিয়ে আসা ৮৩ জন হিন্দুকে নাগরিকত্ব দিয়েছে ভারত সরকার। ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী তাদেরতে নাগরিকত্বের সনদ দেওয়া হয়।

গতকাল (শুক্রবার) ভারতের গুজরাটের আহমেদাবাদে ওই ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব সনদ তুলে দেন স্থানীয় প্রাদেশিক পরিষদের সাংসদ বলরাম থাওয়ানি ও জেলা কালেক্টর ভিক্রান্ত পাণ্ডে।

এ বিষয়ে কালেক্টর ভিক্রান্ত পাণ্ডে সাংবাদিকদের বলেন, নাগরিকত্ব আইনের ধারা অনুযায়ী সনদ বিতরণ করা হয়েছে। গত দুই বছরে আহমেদাবাদে এরকম মোট ৪১৯ জন সংখ্যালঘু হিন্দু ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন।

কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দ্য ইকোনমিক টাইমস।

গণমাধ্যমটি বলছে, হিন্দুরা গত এক বছরের বেশি সময় যাবত দীর্ঘ মেয়াদি ভিসা নিয়ে দেশটিতে বসবাস করছিলেন। যাদের নাগরিকত্ব দেয়া হয়েছে তাদের বেশিরভাগই ভারতের মহেশ্বরী ও সিন্ধি সম্প্রদায়ের মানুষ।

প্রসঙ্গত, ২০১৬ সালে কুচ, আহমেদাবাদ ও গান্ধিনগর এই তিন জেলার কালেক্টরদেরকে বিশেষ ক্ষমতা দিয়েছে ভারত সরকার। সে ক্ষমতা বলে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু হিন্দুদেরকে নাগরিকত্ব প্রদান করতে পারবেন তারা।

Bootstrap Image Preview