Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শুরুটা দুর্দান্ত করে বিদায় নিলেন লিটন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৫:০২ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৫:০২ PM

bdmorning Image Preview



এক বছরে  ক্যারিবিয়ানদের বিপক্ষে দুইটি  সিরিজ জয়ের লড়াইয়ে মুখোমুখি হয়েছে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারের ৯ উইকেটে ১৯৮ রান করেছে উইন্ডিজ। জয়ের জন্য টাইগারদের ১৯৯ রান দরকার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেটে ৪৩ রান।

তামিম ও লিটনের জুটিঃ সিরিজ জয়ের জন্য  উইন্ডিজের দেওয়া ১৯৯ রানের লক্ষে লিটনকে নিয়ে ব্যাটিংয়ে আসেন তামিম। স্বল্প রানের পুঁজি বাড়তি কোন চাপ না দেওয়ায় হেসে খেলে ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটসম্যান। ক্যারিবিয়ান বোলারদের উল্টো চাপে রেখে এগিয়ে যাচ্ছিলেন বড় সংগ্রহের দিকে। কিন্তু খেলার দশ ওভারের মাথায় লিটন বড় শর্ট খেলতে গিয়ে পলের বলে পাওয়েলের হাতে ক্যাচ তুলে দেন। এই সময় লিটনের স্কোর ছিলো ২৩ রান।

এর আগে,
টাইগারদের সংক্ষিপ্ত স্কোরঃ মিরাজ(৪), সাকিব(২), মাশরাফি(২), সাইফউদ্দিন(১)।

উইন্ডিজের সংক্ষিপ্ত স্কোরঃ চন্দরপল হেমরাজ(৯), শাই হোপ(১০৮)*, ড্যারেন ব্রাভো(১০), মারলন স্যামুয়েলস(১৯), শিমরন হেটমায়ার(০), রস্টন চেজ(৮), রোভম্যান পাওয়েল(১), কেমার রোচ (৩)   অ্যালেন(৬)ও বিষু(৫)*।

টাইগার একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম,মাহমুদউল্লাহ রিয়াদ,সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, মোস্তাফিজুর রহমান,মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ ও মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক)।

ওয়েস্ট ইন্ডিজ একাদশঃচন্দরপল হেমরাজ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রস্টন চেজ, রোভম্যান পাওয়েল, দেব্রেন্দ্র বিশু, কেমু পল, কেমার রোচ ও অ্যালেন।

Bootstrap Image Preview