Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অধিনায়কত্বের মাইলফলকে এক আসনে বাশার-মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৩:২৬ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৩:২৬ PM

bdmorning Image Preview


ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ম্যাচে ২০০তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের মাইলফলকে পৌঁছেছেন মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে তিনি আরো একটি মাইলফলকে পৌঁছে গেলেন। বাংলাদেশের হয়ে সার্বাধিক ম্যাচে অধিনায়কত্ব করা হাবিবুল বাশারে রেকর্ডকে ছুলেন তিনি। 

৬৯ ওয়ানডে ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে এতদিন রেকর্ডটা এতদিন এককভাবে দখলে রেখেছিলেন হাবিবুল। আজ পূর্বসূরির পাশে বসলেন মাশরাফি।আজ দ্বিতীয় ওয়ানডেতেও বার্শারের মাইলফলক ছুঁলেও ১৪ ডিসেম্বর সিলেট স্টেডিয়ামে তাকে ছাড়িয়ে যাবেন মাশারফি।

৬৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে হাবিবুল জিতেছিলেন ২৯টি, হার ৪০ ম্যাচে। আজকের আগে ৬৮ ম্যাচে মাশরাফির জয় ৩৯টিতে, হার ২৭টি। ফল হয়নি ২টির। অধিনায়ক হয়ে দেশকে সবচেয়ে বেশি জয় এনে দেওয়ার রেকর্ডে ওপরে আছেন এই দুজনই। তিনে আছেন সাকিব আল হাসান, ৫০ ম্যাচে তার জয় ২৩টি, হার ২৬টি, ফল হয়নি একটির।

Bootstrap Image Preview