Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০২:৫৫ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০২:৫৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সঙ্গে মতবিরোধের জেরে ভারতের কেন্দ্রীয় ব্যাংক-রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর উর্জিত প্যাটেল পদত্যাগ করেছেন।

ভারত সরকার রিজার্ভ ব্যাংকের উদ্বৃত্ত তহবিল থেকে টাকা চেয়ে উর্জিত প্যাটেলের ওপর চাপ বাড়িয়েছিল। এ ছাড়া ব্যাংকিংব্যবস্থায় নগদের জোগান নিয়েও দুপক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দেয়।

মোদির সরকারের সঙ্গে ওই মতবিরোধের বিষয়টি আড়ল করে উর্জিত ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেছেন।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে প্যাটেল জানান, বর্তমান পদ থেকে সরে দাঁড়াতে চান তিনি। এত বছর ধরে রিজার্ভ ব্যাংকের বিভিন্ন পদে কাজ করতে পেরে তিনি সম্মানিত বলেও বিবৃতিতে উল্লেখ করেন প্যাটেল। বলেন, রিজার্ভ ব্যাংক সাম্প্রতিককালে যে অবস্থান অর্জন করেছে তার পেছনে রয়েছে সমস্ত স্তরের কর্মীদের সহযোগিতা এবং কঠোর পরিশ্রম। কিন্তু তিনি পদত্যাগের আর কোনও কারণ দেখান নি।

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে রিজার্ভ ব্যাংকের ২৪তম গভর্নর মনোনীত হন প্যাটেল । তাঁর মেয়াদ ছিল তিন বছর। নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করায় পদ থেকে সরতে হয় প্যাটেলের পূর্বসূরি রঘুরাম রাজনকে। 

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের মেয়াদ তিন বছর। তার পর সাধারণভাবে আরও দুই বছর মেয়াদ বৃদ্ধি করা হয়। উর্জিত গভর্নর হয়েছিলেন ২০১৬-র ৪ সেপ্টেম্বর। প্রথম দফার মেয়াদ শেষ হওয়ার ৯ মাস আগেই বিদায় নিলেন তিনি। এত কম সময় রিজার্ভ ব্যাংকের গভর্নরের পদে থাকার উদাহরণ সাম্প্রতিক অতীতে নেই।

উর্জিত প্যাটেল সোমবার বিকালে ছোট বিদায় বার্তায় দায়িত্ব পালনের সময় সহযোগিতা করার জন্য যাদের ধন্যবাদ জানিয়েছেন, তাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা অর্থমন্ত্রী অরুণ জেটলি নেই। এ কারণে তার এ বার্তাকে ‘প্রতিবাদপত্র’ হিসেবে দেখছেন অনেকে।

Bootstrap Image Preview