Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্মিথ-ওয়ার্নারকে মিস করছেন কোহলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০২:১৩ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০২:১৫ PM

bdmorning Image Preview


সদ্য চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে ভারতীয় দল। এই জয় দিয়ে এক দশকের প্রথম বারের মতো বিদেশের মাটিকে টেস্ট সিরিজে প্রথম লিড পেয়েছে ভারত। তবে ভারতের এই অর্জনে সকলের মনে মনেই একটা আক্ষেপ থাকছে। কারণ ভারত প্রথম টেস্ট জীতলেও অস্ট্রেলিয়া শিবিরে ছিলেন না নির্বাসিত দুই তারকা ব্যাটসম্যান স্মিথ ও ওয়ার্নার।অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটসম্যানের অভাবটা যেমন টের পাচ্ছে অস্ট্রেলিয়া তেমনি তাদেরকে মিস করছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। 

অজি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিরাট বলেছেন, ‘দু’জনের সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে৷ ওদের দু’জনের জন্য খারাপ লাগে৷ কঠোর এই সিদ্ধান্ত নিয়ে কোনও মতামত দিতে চাই না, কিন্তু ঘটনার পর ওদের মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা মেনে নিতে পারছি না৷ আশা রাখব ভবিষ্যতে কোনও ক্রিকেটারকে যেন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে না হয়৷’ সেই সঙ্গে কোহলি আরও বলেন, ‘ ওদের যেভাবে বিমানবন্দরে এসকর্ট করে নিয়ে যাওয়া হয়েছিল, ছবিটা সত্যিই আমাকে খুব আঘাত করেছিল৷’

উল্লেখ্য চলতি বছরের মার্চে কেপটাউন টেস্টে বল বিকৃতিকাণ্ডে দোষী সাবস্ত হয় স্মিথ-ওয়ার্নার সহ ক্যামেরন ব্যানক্রাফ্ট৷ এরপরই স্মিথ ও ওয়ার্নারকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসনে পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া৷ অন্যদিকে ক্রিকেট থেকে ৯ মাসের নির্বাসনের মুখে পড়েন ব্যানক্রফ্ট৷তবে আন্তর্জাতিক ক্রিকেটে স্মিথ-ওয়ার্নার নিষিদ্ধ হলেও ফ্রাঞ্চিইজি লিগ গুলোতে খেলে বেড়াচ্ছে। এমনকি এই দুই ক্রিকেটার বাংলাদেশে প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে খেলবেন। 

Bootstrap Image Preview