Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কানে হেডফোন লাগিয়ে ঘুমের মধ্যে মৃত্যু!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৭ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


কানে হেডফোনে লাগিয়ে ঘুমনোর অভ্যাস অনেকের আছে। অভ্যাস না বলে বদঅভ্যাস বলাই উচিত। আর এই বদঅভ্যাসের ফলে যে কত বড় বিপদ হতে পারে তা মালয়েশিয়ার কিশোরের সঙ্গে ঘটা দুর্ঘটনায় সামনে আসতেই আরও একবার স্পষ্ট হল। 

জানা গেছে, কানে হেডফোনে লাগিয়ে ঘুমোচ্ছিল ১৬ বছরের ওই কিশোর। সেই ঘুম আর ভাঙেনি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো তার। ১৬ বছরের ওই কিশোরের নাম মহম্মদ আইদিল আজহার জাহরিন। ঘুমের সময় সে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। এখানেই শেষ নয়। তার ফোনটি বসানো ছিল চার্জে। 

এতেই ঘটে বিপত্তি। টানা চার্জ হতে হতে গরম হয়ে যায় ফোনটি। ক্রমে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। তার কান পুড়ে যায়। কানের ভিতর থেকে রক্তও বেরিয়ে এসেছিল। ঘটনা মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান প্রদেসের রেমবাউ টাউনের। 

জাহরিনের মা ভোরে উঠে কাজে গিয়েছিলেন। কাজ থেকে ফিরে ছেলেকে ঘুম থেকে ওঠার জন্য ডাকেন তিনি। তখনই আবিষ্কার হয়, সে মারা গেছে। এই কিশোরের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই নতুন করে এই বিষয়টি সামনে এল যে চার্জে বসানোর পরে ফোন করা বা গান শোনা কতটা বিপজ্জনক হতে পারে।

Bootstrap Image Preview