Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জার্মানিতে ধর্মঘট, বিঘ্নিত রেল চলাচল

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০৩:৩২ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ০৩:৩২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


জার্মানিতে এবার শ্রমিকদের ধর্মঘটের কারণে রেল চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। মজুরি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জের ধরে শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয়। রেল পরিচালনা সংস্থা ডয়েচে বন এই তথ্য জানিয়েছে।

রেল কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় ভোর ৫টায় শুরু হওয়া চার ঘন্টাব্যাপী এই ধর্মঘটের কারণে দেশব্যাপী আন্তঃআঞ্চলিক ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।

রেল সংস্থার এক মুখপাত্র বলেন, এই ধর্মঘটে হাই-স্পীড ট্রেনের পাশাপাশি আন্তঃনগর ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ডয়েচে বন জানায়, এতে আঞ্চলিক ট্রেন চলাচলও বিঘ্নিত হয়েছে।

তারা জানায়, দক্ষিণাঞ্চলীয় ব্যাভারিয়া রাজ্যে কোন ট্রেনই চলাচল করেনি।

ডয়েছে বন ও রেলশ্রমিকদের সংগঠন ইভিজির মধ্যে বেতন নিয়ে বিরোধের জেরে এই অচলাবস্থার সৃষ্টি হয়। শনিবার তাদের মধ্যকার বৈঠকটি কোন ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়।

শ্রমিক সংগঠন ১ লাখ ৬০ হাজার কর্মীর ৭.৫ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে।

Bootstrap Image Preview