Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে নারী প্রতিহিংসা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৮ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৮ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নারী প্রতিহিংসা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা রাবির স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড লিংকআপ’র জেন্ডার ইকুয়ালিটি টিম এই কর্মসূচির আয়োজন করে। 

রবিবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী বিশ্বব্যাপী ২৫ নভেম্বর-১০ ডিসেম্বর পর্যন্ত চলা ক্যাম্পেইনের অংশ হিসেবে এই কর্মসূচির অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে সংগঠনটির অন্যান্য টিমের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশত ছাত্রী অংশ নেন। এ সময় তাদের হাতে ‘রেসপেক্ট উইমেন ইন পাবলিক, রেসপেক্ট উইমেন অ্যাট হোম, ভায়োলেন্স এগেইন্স্ট উইমেন অ্যান্ড গার্লস, উইমেন শুড রেসপেক্ট উইমেন, হ্যাশট্যাগ মি টু, হ্যাশট্যাগ হিয়ার মি টু'সহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

নারীর প্রতি কীভাবে প্রতিহিংসা রোধ করা যায় সে সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পেইনে মতামত দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, মেয়েরা পরিবার থেকে শুরু করে সব জায়গায় প্রায়ই প্রতিহিংসার শিকার হচ্ছে। এ সমস্যা দীর্ঘদিনের হলেও এর কোন প্রতিকার সম্ভব হচ্ছে না। তাই এখন সময় প্রতিরোধের। এজন্য নারীদেরকেই এগিয়ে আসতে হবে। আইনকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, নারীর অধিকার ও নিরাপত্তা রক্ষায় সরকার কার্যকরী ভূমিকা পালন করছে। তবুও এখনো নারীর প্রতি সহিংসতা সম্পূর্ণভাবে রোধ করা যায়নি। এজন্য তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একে প্রতিহত করতে হবে।

টিমের সমন্বয়কারী নিশাত খন্দকারের সঞ্চালনায় ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড লিংকআপের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম বিল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফিরোজ হোসেন, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের সাজেদুর রহমান, নৃ-বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের মেহেবুবা ইয়াসমিন ইপি প্রমুখ।

Bootstrap Image Preview