Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেরোবিতে নানা আয়োজনে রোকেয়া দিবস পালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৭:০২ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৭:০২ PM

bdmorning Image Preview


বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নানা কর্মসূচির মাধ্যমে রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা ও বেগম রোকেয়ার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

রবিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

পরে বিশ্ববিদ্যালয়ের ১নং খেলার মাঠ প্রাঙ্গণে স্থাপিত বেগম রোকেয়ার অস্থায়ী প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য পুষ্পার্ঘ্য অর্পণের পর বিভিন্ন অনুষদ ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, রোকেয়া বই মেলা প্রদর্শনীর উদ্বোবন, তাৎক্ষানিক কুইজ প্রতিযোগিতা ও রোকেয়ার গল্প অবলম্বনে ক্ষুদ্র নাটিকার আয়োজন করা হয়।

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও রোকেয়া দিবস উদ্যাপনের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মোরশেদ হোসেনের সভাপতিত্বে ‘বেগম রোকেয়ার স্বদেশ ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম-উল্লাহ, বিজ্ঞান অনুষদের ডিন ড. গাজী মাজহারুল আনোয়ার, কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আবু কালাম মো. ফরিদ-উল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া প্রমুখ। আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য পাঠ করেন আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন এবং দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা।

উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বেগম রোকেয়া নারী জাতিসহ পুরো সমাজকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে গেছেন। তার সকল কর্মকাণ্ড নানা সময়ে দেশে এবং বিদেশেও ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে। তার নামে প্রতিষ্ঠিত দেশের প্রথম এই বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়ার স্থায়ী ভাষ্কর্য নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সদ্য সমাপ্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বাধ্যতামুলক রোকেয়া স্টাডিস চালুর উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। দিবসকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার, শিক্ষামন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যানের বাণী সম্বলিত বিশেষ ক্রোড়পত্র জাতীয় পত্রিকায় প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview