Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহিষ বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ১০:৩৭ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ১০:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিল।

ভারতের উড়িষ্যা রাজ্যের এ ঘটনা ঘটেছে।

 গতকাল মঙ্গলবার রাতে জগতপুরে মহানন্দী সেতু থেকে ওই বাসটি নদীতে পড়ে যায়। পুলিশ বলছে, তালচের থেকে কুট্টাক যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহানদী সেতু থেকে পড়ে যায়। ওই সেতুর ওপর একটি মহিষ ছিল। মহিষটিকে বাঁচাতে গিয়েই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

পুলিশ বলছে, এ ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন নারী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে ১০ জনের অবস্থা এখনো শঙ্কাজনক।

দুর্ঘটনায় শোক প্রকাশ করে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক নিহতদের পরিবার প্রতি দুই লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতরা যেন বিনামূল্যে চিকিৎসা পান, প্রশাসনকে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।

Bootstrap Image Preview