Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাইগারদের খেলায় ফেরালো নাইম ও রাব্বি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০২:৩৬ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০২:৪৯ PM

bdmorning Image Preview


টেস্ট সিরিজে মূল লড়াইয়ের আগে একমাত্র দুই দিনের প্রস্তুতি ম্যাচে আজ বিসিবি একাদশের মুখোমুখি হচ্ছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের এমএ আজিজ ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে ক্যারিবিয়ানরা টসে জীতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

এ প্রতিবেদন লেখার সময় ৫৮ ওভারে  ৩ উইকেট হারিয়ে উইন্ডিজের সংগ্রহ ২০০ রান। হেটমায়ার (০) ও রস্টন চেইজ (১২) রানে ত্রিজে আছেন।

দ্রুত ২ উইকেট তুলে খেলায় ফিরল বাংলাদেশ

দ্বিতীয় উইকেটে বড় রানের পার্টশিপ গড়ে তোলেন হোপ ও পাওয়েল। ১১২ বল থেকে ৮৮ রানের ইনিংস খেলে হোপ রিটায়ার্ড হাট নেন। এর পর ক্রিজে পাওয়েলকে সঙ্গ দিতে এসেছিলেন অ্যামব্রিস। তবে দলীয় ১৭৪ রানে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন ফজলে মাহমুদ। তিনি পাওয়েলকে ৭২ রানে ফিরিয়ে দেন। এরপর দলীয় ২০০ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় ক্যারিবিয়ানরা। সদ্য জাতীয় দলের স্কোয়ার্ডে সুযোগ পাওয়া স্পিনার নাইম হাসান অ্যামব্রিসকে ১৭ রান বিদায় করেন। 

রানের পাহাড়ে ক্যারিবিযানরা

১১ রানে দলীয় প্রথম উইকেট হারানোর পর তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে ওয়েষ্ট ইন্ডিজ।ব্র্যাথওয়েটকে হারিয়ে ক্রিজে নতুন করে জুটি গড়েন শাই হোপ ও পাওয়েল। লাঞ্চের আগে বিরতীতে যাওয়ার আগে এই দুই ব্যাটসম্রান দলীয় স্কোরকে নিয়ে যান ৯২ রানে। সেখান থেকে ফিরে দ্বিতীয় সেশনে নিজের আধিপত্যটা ঠিক ধরে রাখে পাওয়েল-হোপরা। এদিন এই দুই ব্যাটসম্যানই তুলে নিয়েছেন নিজেদের অর্ধশতক।

প্রথমেই শফিউলের আঘাত

সকাল ৯.৩০ মিনিটে রুবেল হোসেনের নেতৃত্বে মাঠে নামে বিসিবি একাদশ। ক্যারিবিয়ানদের হয়ে এদিন উদ্ধোধনি ব্যাটসম্যান হয়ে ক্রিজে নামেন ক্রেগ ব্র্যাথওয়েট ও কিরেন পাওয়েল। এই দুই ব্যাটসম্যানকে বেশি সময় ক্রিজে থাকতে দেননি জিম্বাবুয়ে সিরিজে একাদশের বাইরে থাকা শফিউল ইসলাম।ইনিংসের সপ্তম ওভারে ও দলীয় ১১ রানের মাথায় ব্র্যাথওয়েটকে সরাসরি বোল্ড আউট করে  সফরকারীদের প্রথম উইকেটের পতন ঘটান শফিউল।ব্র্যাথওয়েট করে মাত্র ৬ রান।

আজ বিসিবি একাদশে দলে রয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সিরিজে খারাপ করে দল থেকে বাদ পড়া নাজমুল হোসেন শান্ত। এছাড়া আছেন ক্যারিবিয়ানদের বিপক্ষে দলে সুযোগ পাওয়া সৌম্য সরকার ও প্রথ বারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়া অফস্পিনার নাঈম হাসান। 

বাংলাদেশ সফরের উইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জামার হ্যামিলটন, শিমরন হেটমায়ার, শেই হোপ, শারমন লুইস, কিমো পল, কিরান পাওয়েল, রেইমন রেইফার, কেমার রোচ ও জোমেল ওয়ারিকান।

প্রস্তুতি বিসিবি একাদশ স্কোয়াড: রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, নাঈম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মদ মিঠুন ও রিশাদ আহমেদ।

Bootstrap Image Preview