Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে মুনাফা লাভের আশায় সবজি উত্তোলন করতে ব্যস্ত কৃষক

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০৫:০১ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০৫:০১ PM

bdmorning Image Preview


নরসিংদীতে আড়িয়াল খাঁ ও ব্রহ্মপুত্র নদীর পাশে অতি মুনাফার আশায় কৃষক নাজিম উদ্দিন (৬৫) ফজর নামাজ পড়েই ছুটে যায় নিজের ফসলি জমিতে। নতুন শীতের ফসল বাঁধাকপি, ফুলকপি, ডাটাগুলি বাজারে বিক্রি করতে তার পরিবার নিয়ে ফসলি জমি থেকে সবজিগুলো আহরণ করছেন। 

কিন্তু যে পরিমাণ লাভের আশায় কৃষক নাজিম উদ্দিন দীর্ঘ তিন মাস প্ররিশ্রমের পর সবজিগুলি রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে বিক্রি করার উদ্দেশ্যে গেলে পর্যাপ্ত পরিমাণ দাম না থাকায় লোকসান গুনতে হচ্ছে।  

এই জেলার অধিকাংশ স্থানে কুয়াশা ও শীতল বাতাস তোয়াক্কা না করেই কৃষকরা তাদের জমিতে সবজিগুলো আহরণ করতে ব্যস্ত সময় পার করছে। 

এদিকে নরসিংদী জেলার অধিকাংশ হাট বাজারগুলোতে গিয়ে দেখা যায় যে, শীতের সবজিগুলো দাম কিছুটা নাগালের ভেতর থাকায় স্বস্তিতে কিনতে পারছে ক্রেতারা। 

বেলাব উপজেলার বারিচা বাজারের এক কৃষক মোঃ সুলাইমান হোসাইন (৪৩) বলেন, আমরা ফসলি জমি থেকে সবজি উত্তোলন করে সপ্তাহে তিন হাঠ-বাজারে বিক্রি করি। গত বছর আমাদের প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ করে লাউ, লালশাক, কাচা মরিচ ফলন করে প্রায় দেড় লক্ষ টাকা আয় করি। কিন্তু চলতি বছরে পচানব্বই হাজার টাকা খরচ করে মূলা শাক, ফুলকপি, ডাটা, লাউ ইত্যাদি চাষ করে বর্তমানে আমাদের প্রতিনিয়তই লোকসান গুনতে হচ্ছে।  

বারিচা বাজারে ঢাকা থেকে সবজি কিনতে আসা শাহালম (৫৫) গণমাধ্যমকর্মী সাইফুল ইসলাম রুদ্রকে জানান, গত বছরের চেয়ে এই বাজারে পর্যাপ্ত পরিমাণ এই এলাকার মানুষ সবজি চাষ করাতে আমরা পাইকারী ব্যবসায়ীরা সবজি কিনে ঢাকা কারওয়ান বাজারে নিয়ে বিক্রি করে কিছুটা লাভের মুখ দেখছি। কিন্তু আমাদের ট্রাক দিয়ে মালামাল নিতে বিভিন্ন ক্ষেত্রে সবজিগুলো পাঠাতে আগের তুলনার চেয়ে এই জেলায় বর্তমানে ৬০% লোকই সবজির চাষের প্রতি মনোযোগ দিয়েছে। তাই এখন ক্রেতারা খুব সহজেই হাতের নাগালে সবজির দাম থাকায় খুব সহজেই কিনতে পারছে। 

এ বৈরী আবহাওয়ার কারণে শীতকালীন সবজি ক্ষেতের কিছুটা ক্ষতি হবে এমন আশঙ্কা করা হচ্ছে। এখনই ক্ষতির বিষয়ে কিছু না বললেও নরসিংদী জেলা কৃষি কর্মকর্তা লত ব্যানার্জী হোসাইন আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

তিনি আরও বলেন, এই দু'টি উপজেলায় পর্যাপ্ত পরিমাণ সবজি হওয়ায় বিভিন্ন জেলার চাহিদা মোতাবেক পাইকারি  ব্যবসায়ীরা দূর-দূরান্ত থেকে সবজি কিনতে আসে। 

Bootstrap Image Preview