Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জালিয়াতির অভিযোগে শাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৬:৩০ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০৬:৩০ PM

bdmorning Image Preview


আবদুল্লা আল মাসুদ, শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথমবষের্র ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল রবিবার বিকেলে ভর্তি প্রক্রিয়া চলাকালীন সময়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আটক হওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীর নাম মো: রাশিক মারজান। এসময় তার কাছ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নকল সার্টিফিকেট পাওয়া যায় বলে জানান ভর্তি কমিটির সদস্য সচিব ও প্রক্টর মো. জহীর উদ্দীন আহমেদ।

তিনি বলেন, আগাম গোয়েন্দা তথ্য অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করে তার পরীক্ষা অন্য কেউ দেওয়ার কথা জানা যায়। সে তার পরিবারের মাধ্যমে ৩ লক্ষ টাকার চুক্তিতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার বদলি পরীক্ষা দিয়েছেন এখন আইন অনুযায়ী পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

আটক শিক্ষার্থী মো. রাশিক মারজান রংপুরের পীরগঞ্জ উপজেলার মো. আব্দুল সালামের ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী বলে জানা যায়। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ১৭২৯৫২০। তিনি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ‘বি’ ইউনিটের মেধা তালিকায় ৩৫৩তম অবস্থানে রয়েছেন। 

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুনুর রশীদ জানান, এই বিষয়টি দেখবে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। তার নামে সাইবার ক্রাইম ইউনিটের মামলা রয়েছে। সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা ঢাকা থেকে আসছেন। তাদের হাতে তাকে তুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে আমাদের হেফাজতে তাকে সাময়িক আটক রাখছি। 

 

Bootstrap Image Preview