Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র নিলেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০২:১৯ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০২:১৯ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের হয়ে মনোনয়ন নিয়েছেন। ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে রোববার দুপুর ১টা ৫০ মিনিটে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। নড়াইল-২ আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

মনোনয়ন পত্র নেওয়ার আগে  রোববার বেলা ১১টার দিকে তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে এসেছেন।

মাশরাফির বাড়ি নড়াইল শহরে। তিনি দর্শনশাস্ত্রে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা করেছেন। সঙ্গে চালিয় গেছেন প্রাণের ক্রিকেট খেলা। জাতীয় দলে ব্যস্ততার কারণে পড়াশোনা শেষ করতে পারেননি তিনি।

২০০১ সালের ৮ নভেম্বর টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তার। গত ১৭ বছরে অমিত প্রতিভা, বুদ্ধি, অদম্য সাহস আর সাফল্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন উজ্জ্বল নক্ষত্র হিসেবে।

দেশের বাড়ি নড়াইল এলাকার উন্নয়নে সম্প্রতি গড়ে তুলেছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি নিজেই। এই ফাউন্ডেশননের অধীনে তিনি এলাকার গরীব দুস্থ মানুষের পাশে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। 

 

Bootstrap Image Preview