Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন করবেন না সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৯:৫৭ AM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৯:৫৭ AM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার রাতে বিষয়টি সংবাদমাধ্যমকে জানান তিনি। ফলে আজ রোববার সকালে মনোনয়ন ফরম কিনতে যাচ্ছেন না তিনি।

এর আগে সাকিব জানিয়েছিলেন মাগুরা-১ আসনের জন্য তার মনোনয়নপত্র জমা দেবেন। এ ব্যাপারে গতকাল শনিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সাকিব-মাশরাফি দু’জনই আগামীকাল (রোববার) মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তাদের দু’জনকেই সাক্ষাতের জন্য যেতে বলা হয়েছে।

তবে শনিবার রাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে ভিন্ন বার্তা আসার কথা জানা গেছে। সাকিব আল হাসানকে এ নির্বাচনে অংশ না নেয়ার জন্য উপদেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় গণভবনে সাকিব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাকে এই উপদেশ দেয়া হয়।

জানা গেছে, সন্ধ্যায় গণভবনে গেলে সাকিবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সামনে বিশ্বকাপ আছে। তুমি খেলা চালিয়ে যাও। তুমি আগামী দিনে নির্বাচন করার জন্য অনেক সময় পাবে।’ 

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে থেকেই মাশরাফি ও সাকিবের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। আওয়ামী লীগের একাধিক নেতা বিষয়টি সংবাদমাধ্যমের সামনে এনেছিলেন।

Bootstrap Image Preview