Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১২ বছর পর আব্বাসের অনবদ্য কীর্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ১২:০৭ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ১২:০৭ PM

bdmorning Image Preview


দীর্ঘ ১২ বছর পর পাকিস্তানের প্রথম বোলার হিসেবে এক টেস্টে ১০ উইকেট নেয়ার কীর্তি গড়লেন ডান-হাতি পেসার মোহাম্মদ আব্বাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৯৫ রানে ১০ উইকেট শিকার করেন আব্বাস।

এর আগে সর্বশেষ ২০০৬ সালে ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে ৭১ রানে ১১ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের মোহাম্মদ আসিফ। তার আগে পাকিস্তানের হয়ে এক টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন স্পিডস্টার শোয়েব আখতার। ২০০৩ সালে দু’বার এ নজির গড়েন তিনি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৮ রানে ১১ ও পেশোয়ারে বাংলাদেশের বিপক্ষে ৮০ রানে ১০ উইকেট নেন আখতার।

*সংযুক্ত আরব আমিরাতে মাটিতে প্রথম বোলার হিসেবে অনন্য কীর্তি আব্বাসের

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে প্রথম বোলার হিসেবে এক টেস্টে ১০ উইকেট শিকারের অনন্য কীর্তি গড়লেন পাকিস্তানের মোহাম্মদ আব্বাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃহস্পতিবার শেষ হওয়া দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৯৫ রানে ১০ উইকেট শিকার করেন আব্বাস।

এই ইনিংস দিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে প্রথম বোলার হিসেবে ১০ উইকেট শিকারের অনন্য কীর্তি গড়লেন আব্বাস। সেই সাথে এই ভেন্যুতে এটি সেরা ম্যাচ বোলিং ফিগার। এর আগে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ম্যাচে সেরা বোলিং ফিগার পাকিস্তানের জুনায়েদ খানের। ২০১৩ সালে আবু ধাবিতে শ্রীলংকার বিপক্ষে ১৫১ রানে ৮ উইকেট নিয়েছিলেন জুনায়েদ খান।

*১৯৯০ সালের পর আব্বাস

পাকিস্তানের পঞ্চম বোলার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্টে ১০ উইকেট নেন মোহাম্মদ আব্বাস। তবে ১৯৯০ সালের পর পাকিস্তানের কোন বোলার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্টে ১০ উইকেট নিলেন আব্বাস। এটি আব্বাসের ক্যারিয়ারের দশম টেস্ট।

সর্বশেষ ১৯৯০ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬০ রানে ১১ উইকেট নিয়েছিলেন ওয়াসিম আকরাম। আকরাম-আব্বাস ছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্টে ১০ বা তার বেশি উইকেট নেয়া পাকিস্তানের বোলার হলেন- ফজল মাহমুদ, ইমরান খান ও সরফরাজ নওয়াজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ শেষ হওয়া দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৯৫ রানে ১০ উইকেট শিকার করেন আব্বাস।
বাসস/এএমটি/১৯১০/স্বব

Bootstrap Image Preview