Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিকদের ঢিল মারলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ১০:১৩ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ১০:১৩ PM

bdmorning Image Preview


মাশরাফি বিন মর্তুজা সবসময় বল ছুড়ে এসেছেন। তিনি যে সাংবাদিকদের ঢিল ছুড়বেন এটা কেউ ভাবেনি। তবে আজ সেটাই ঘটলো। ১৭ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মাশরাফির। এই দীর্ঘ সময় তার নামটির সঙ্গে জড়িয়ে আছে মানুষের ভালোবাসা। ক্যারিয়ারে উত্থান-পতন হলেও ভালোবাসার পতন হয়নি।

মাশরাফি বিন মুর্তজা সবসময়ই মজা করতে ভালোবাসেন। তেমনি তার এক মজার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

জিম্বাবোয়ে সিরিজ সামনে রেখে অন্যান্য দিনের মতো বুধবারও অনুশীলন চলছিল মিরপুরের হোম অব ক্রিকেটে।

সেখানে শের-ই-বাংলা স্টেডিয়ামের রেলিং ধরে দাঁড়িয়ে ছিলেন সংবাদকর্মীরা। হঠাৎ তাদের গায়ে ঢিল পড়তে লাগল। প্রথমবার ঢিলটা যার গায়ে গিয়ে পড়ল তিনি খুব একটা গুরুত্ব দিলেন না। আবার ঢিল ছোড়া হলো। এবার সবাই একটু নড়েচড়ে বসল। দিনের বেলায় ঢিল পড়ছে কোথা থেকে!

সবাই অবাক। তৃতীয়বারে গিয়ে ‘অদৃশ্য ভূত’ ধরা পড়ে গেলেন। সবাই তো দেখে বিস্মিত। এ তো আর কেউ নন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি ঢিল ছুড়ছেন, এমন দৃশ্য আবার অনেকেই ভিডিও করেছেন। সেই ভিডিও আবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

মাশরাফি সবসময় মজা করতে ভালবাসেন। বাংলাদেশের কোচ থাকাকালীন ডেভ হোয়াটমোর মাশরাফির দুষ্টুমি দেখে তাকে ‘পাগলা’ বলে ডাকতেন। মাশরাফি এখনও সেই আগের ধারা বজায় রেখেছেন।

একবার সুইমিংপুলে মুশফিকুর রহিমকে অনেকক্ষণ ধরে ডুবিয়ে রেখেছিলেন। পরে মুশফিকুর জানিয়েছিলেন, তিনি সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলেন!

Bootstrap Image Preview