Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাঁজা চাষে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে কানাডা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৩:১৯ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৩:২১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কানাডা প্রথম কোন শিল্পোন্নত দেশ যেখানে বিনোদনের জন্য গাঁজার ব্যবহার বৈধ করে সংসদ একটি বিল পাস করা হয়। এ সুযোগ কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে গাঁজার চাষ বাড়াতে ২৪ জন ছাত্রকে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে যাচ্ছে দেশটির একটি কলেজ।

ওন্টারিওর কলেজটিতে গাঁজার ল্যাব জলবায়ু-নিয়ন্ত্রিত৷ কাঁটাতারের বেড়া, তালাবদ্ধ দরজা দিয়ে আবদ্ধ কক্ষে ৫০টি গাঁজার গাছ রাখা আছে। শিক্ষার্থীদের এখানে গাঁজার চাষ, সুরক্ষা, বারকোড দিয়ে ট্র্যাক, রাসায়নিক পরীক্ষা, রোগের চিকিৎসা, সবই শেখানো হয়৷ ভালো গাঁজা উৎপাদনে প্রয়োজন সঠিক পরিচর্যা।

তাই ল্যাবে কিভাবে আলো নিয়ন্ত্রণের মাধ্যমে উৎকৃষ্ট প্রজাতির গাঁজার উৎপাদন করা যায়, সে ব্যাপারে প্রশিক্ষণ দেয়া হয় শিক্ষার্থীদের৷ এই প্রকল্পের দায়িত্বে আছেন বিল ম্যাকডোনাল্ড।

অন্যদিকে গাঁজা চাষের ব্যবসায়িক দিকও বিবেচনায় রাখছেন প্রশিক্ষকরা৷ গাঁজা স্বীকৃতি পেলে এর যে বিশাল বাজার তৈরি হবে। তা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কী পরিমাণ শ্রম ও খরচে কী পরিমাণ গাঁজা উৎপাদন সম্ভব, এ সবকিছুই শেখানো হবে এ কলেজে।

তাছাড়া বাজারে পর্যাপ্ত গাঁজার সরবরাহ না থাকলে কালোবাজারে বিক্রি বেড়ে যাওয়ার আশংকা করছে আইন-শৃংখলা বাহিনী। এ সমস্যার সমাধানে দ্রুতই ভালো প্রজাতির গাঁজা বাজারে আনতে দক্ষ মানুষ তৈরি করতে চায় নিয়াগারা কলেজ।

এদিকে কানাডার এমন পদক্ষেপের সুযোগ নিতে এগিয়ে আসছে নামিদামি বিভিন্ন ব্র্যান্ডও। ওয়ালমার্টের ক্যানাডিয়ান ইউনিট এবং নানা পানীয় ও মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গাঁজা দিয়ে প্রস্তুত খাবার ও পানীয় বাজারজাত করার পরিকল্পনা করেছে।

Bootstrap Image Preview