Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'মন্ত্রী আমাকে হোটেলে ডেকে জাপটে ধরে চুমু খেয়েছিলেন'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ১১:০১ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ১১:০১ PM

bdmorning Image Preview


সাম্প্রতি যৌন হেনস্তার বিরুদ্ধে #MeToo আন্দোলনে তোলপাড় চলছে ভারতজুড়ে। অভিনেতা, খেলোয়াড়, লেখকসহ অনেকেই অভিযুক্তদের তালিকায় রয়েছে।

দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম কে আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন প্রিয়া রামানি। এরপর একে একে ১২ জন নারী তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। এসব ঘটনার পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছে। তবে প্রিয়া রামানির সেই দাবি উড়িয়ে দিয়ে উল্টো প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তিনি। মঙ্গলবার (১৬ অক্টোবর) এ মামলা করেন তিনি।

কিন্তু মানহানির মামলার কয়েক ঘণ্টার মধ্যেই আবার তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ করেছে এক নারী সাংবাদিক তুষিতা পাটেল। তুষিতা পাটেল একটি খোলা চিঠিতে আকবরের যৌন হেনস্তার তিনটি ঘটনার উল্লেখ করেছেন।

খোলা চিঠিতে ওই নারী সাংবাদিক লিখেছেন, আকবর তাকে কলকাতার একটি হোটেলে দেখা করতে বলেছিলেন। সেই ঘরে পৌঁছে দেখেন, একটি আন্ডারওয়্যার পরে বসে আছেন আকবর। এইদিন খুবই অপ্রস্তুত বোধ করেছিলেন তুষিতা।

এরপর ১ বছর পরে তুষিতা যোগ দেন ‘ডেকান ক্রনিকল’ নামক এক দৈনিক পত্রিকায়। আকবর সেখানকার এডিটর-ইন-চিফ ছিলেন। ওই সময় কাজের ছলে হোটেলঘরে ডেকে তাকে জাপটে ধরে চুমু খেয়েছিলেন আকবর।

পরের দিন হোটেলের কনফারেন্স রুমে তুষিতাকে ডাকেন আকবর। তুষিতা এড়িয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু কাজের ছলে তাকে আবার ডাকেন আকবর। সেখানে তুষিতাকে একলা পেয়ে জাপটে ধরে আবার চুমু খান আকবর বলে লিখেছেন তিনি। তুষিতা লিখেছেন, সেদিন আমি ওই ঘটনার পর বাথরুমে গিয়ে চোখে-মুখে জল দিয়েছিলাম। আর কেঁদেছিলাম।

তুষিতা আরও লিখেছেন, এই অভিযোগের প্রেক্ষিতে আকবর যদি তার বিরুদ্ধে মানহানির মামলাও করেন সেই মামলা তিনি লড়তে প্রস্তুত আছেন।

Bootstrap Image Preview