Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'লুঙ্গি পরে' দৌঁড়াতে গিয়ে মুখ থুবড়ে পড়লেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৫:২৫ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৫:২৫ PM

bdmorning Image Preview


ভারতের প্রতি বছরই শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে সেখানে দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় স্পোর্টস কমিটির সঙ্গে এই ম্যারাথনের আয়োজনে সাহায্য করে কর্নাটক সরকার। কর্নাটকের শিক্ষামন্ত্রী জি তাম্মেগৌডা দেবেগৌডা ম্যারাথন দৌঁড়ে অংশ নিয়ে মুখ থুবড়ে পড়লেন। কারণ তিনি ধুতি পরে দৌঁড়ে অংশ নেন।  ধুতি ধরেই দৌড়াতে শুরু করেন।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বিজয়া দশমী উপলক্ষে মহীশূরে আয়োজিত এক হাফ ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন কর্নাটকের শিক্ষামন্ত্রী। তার পরনে ছিল সেখানকার ঐতিহ্যবাহী ধুতি। কিছুটা দৌঁড়ানোর পরেই তিনি শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন। তারপরই উপুর হয়ে পড়ে যান। তার পড়ে যাওয়ার দৃশ্য ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। আর সেই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রিতিমত ভাইরাল হয়ে যায়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পড়ে গিয়ে ওই মন্ত্রী মুখে ও পায়ে সামান্য চোট পেয়েছেন।

 

Bootstrap Image Preview