Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবারও শাকিবকে নিয়ে ফিরছেন নির্মাতা এফ আই মানিক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৯:২৩ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৯:২৩ PM

bdmorning Image Preview


বাংলাদেশের চলচ্চিত্র থেকে বেশকিছুদিন দূরে ছিলেন ইন্ডাস্ট্রির গুণী নির্মাতা এফ আই মানিক। যখন অশ্লীলতার অভিযোগ বয়ে নিয়ে যাচ্ছিলো বাংলাদেশের চলচ্চিত্র সে সময় দর্শকদের উপহার দিয়েছিলেন ‘অশ্লীলতা’ মুক্ত চলচ্চিত্র ‘কোটি টাকার কাবিন’। সেই ছবিতেই দর্শক পান নতুন জুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে, যে জুটি পরে জনপ্রিয়তা পায়। ফের শাকিব খানকে সঙ্গে নিয়েই ফিরছেন এ নির্মাতা।

নির্মাতা এফ আই মানিক দীর্ঘ বিরতির পর শাকিব খানকে নিয়েই ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এ বিষয়ে তিনি বলেন, ‘আসলে গল্পের অভাবে এখন চলচ্চিত্র নির্মাণ করছি না। একটি গল্প পছন্দ হয়েছে, এখন সেই গল্পটা নিয়ে কাজ করছি। আশা করি চলতি মাসেই গল্পের কাজ শেষ করতে পারব। আশা করি দর্শক নতুন এক শাকিব খানকে দেখতে পাবে।’

চলচ্চিত্র জগতে এ নির্মাতার অনুপস্থিতির কারণ জানতে চাইলে ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ বলেন, ‘আসলে শিল্পীরা একটু উদাসীন হন। তার বড় প্রমাণ মানিক ভাই। তিনি আমাদের দেশের অনেক গুণী একজন নির্মাতা। আমি বিশ্বাস করি তিনি চলচ্চিত্র নির্মাণ করলে ভালো কিছু করবেন।’

সব সময় এ গুণী নির্মাতার সাথে কাজ করতে আগ্রহী বলেও মন্তব্য করেন শাকিব খান।

বর্তমান সময়ের গল্প ও চলচ্চিত্র নির্মাণ নিয়ে মানিক বলেন, ‘যেসব গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে তা দর্শকের পছন্দ করার কথা না। আর শুধু গল্প হলেই হবে না। দর্শক যেমন মৌলিক গল্পের ছবি দেখতে চায়, তেমনি মৌলিক নির্মাণশৈলীও দেখতে চায়। এখন ঘরে বসে বিশ্বের সব ছবি দেখতে পায় মানুষ। কোনো দেশের নকল ছবি তারা কেন দেখবে? তবে আমি কাজ করতে গিয়ে গল্পের অভাব বোধ করছি। আমাদের দেশে গল্পের সংকট দেখা দিয়েছে।’

পরিচালকরা কেন গল্প নিয়ে ভাবছেন না, এমন প্রশ্নের জবাবে মানিক বলেন, ‘আসলে পরিচালকের কাজ হচ্ছে পরিচালনা করা। গল্পকারের কাজ গল্প নিয়ে ভাবা। পরিচালক নির্মাণ করার সময় নিজের মুন্সিয়ানা দেখাবেন। নিজের গল্প নিয়েও একজন পরিচালক কাজ করতে পারেন তবে গল্প নিজেরই হতে হবে এমন কোনো বিষয় নেই।’

Bootstrap Image Preview