Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্রিকেট ছেড়ে কিছুদিন চাকরিও করেছেন ফজলে রাব্বি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৫:৩১ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৫:৩১ PM

bdmorning Image Preview


বড় সাফল্যর পিছনে বড় ব্যর্থতাও থাকে,থাকে হতাশাও।এই ব্যর্থতা থেকে যারা শিক্ষা নিয়ে আবার নতুন করে শুরু করে তারাই লক্ষে পৌছাতে পারেন।তার জ্বলন্ত উদাহারণ আসন্ন জিম্বাবুয়ে সিরিজে টাইগারদের ১৫ সদ্যসে দলে ডাক পাওয়া ফজলে রাব্বী।বড় আশা নিয়ে যে ব্যাট ও বল হাতে তুলে নিয়েছিলেন। একদিন সেই সব ছেড়ে চাকরি করেছেন।

আসন্ন জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প।এই ক্যাম্পে আছে রাব্বি।আজ অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাব্বি। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়। আপনি তো ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে চাকরি করছিলেন।তাহলে আবার কেন ক্রিকেট খেলায় ফিরে আসলেন?

এমন প্রশ্নের জবাবে রাব্বি বলেন,আসলে খেলতে খেলতে হয় না এমন, আমি সামনেও যাচ্ছি না। আমার পড়াশোনাও শেষ হয়ে যাচ্ছে। আমি ওই চিন্তা করেছি, অন্য কোন পেশায় যায় কিনা। সেই সময় চিন্তা করেছিলাম খেলা ছাড়ার। কিন্তু কিছুদিন চাকরি করার পর আমি আমার মনকে সায় দিতে পারলাম না। আমার মনে হল, আমি খেলা ছাড়া থাকতে পারব না। তারপর আবার চলে আসলাম, আবার খেলায় মন দিলাম। ওই বছর আমি আমার বন্ধুদের বলেছিলাম, আমি খেলব না। এরপর একদম খোলা মনে যখন খেলতে গিয়েছিলাম, তখন আমার মনে কোন চাপ ছিল না। শেষ পর্যন্ত পারফর্ম ভাল হয়েছে। এরপর থেকেই আসলে পরিবর্তনটা শুরু, মানসিকতায় পরিবর্তন এসেছে। বুঝেছি চাপ ছাড়া খেললে ভাল খেলত পারব। এখন ওইরকম চিন্তাই করি না খেলা নিয়ে। আমি সেটাই করার চেষ্টা করছি।

নিজের ১৪ বছয়ের ক্যারিয়ারের প্রসঙ্গে তিনি আরও জানান,১৪ বছর পর খুব বেশি কিছু মনে করতে পারছি না। এই মুহূর্তে আমি শুধু চিন্তা করছি নিজের পারফর্মেন্স নিয়ে। আমি এত বছর খেলেছি, আমার মোটামুটি প্রমান করা হয়ে গেছে ওই পর্যায়ে। এখানে এসে আমি নতুন করে কিছু করতে পারব না। আমি যেটা পারি, সেটাই করার চেষ্টা করব।

Bootstrap Image Preview