Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হতভাগ্য আশরাফুল, চাপে মেট্রো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০২:৩৮ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০২:৩৮ PM

bdmorning Image Preview


জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি আসরের তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে সোমবার। এ দিন টায়ার-২ এর ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম ও ঢাকা মেট্রো। চট্টগ্রামের বোলিংয়ে দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে আশরাফুলের ঢাকা মেট্রো।

চট্টগ্রামের অধিনায়ক মমিনুল হক এদিন টসে জীতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। মেট্রোর হয়ে ওপেনিং করতে আসেন মোহাম্মদ নাইমকে ও সাদমান ইসলাম। কিন্তু দলীয় রানেই নাইমের উইহেট হারায় মেট্রো।  ৪০ বলে ৯ রান করেন নাইম।

দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসেন শামসুর রহমান শুভ। এ সময় তিনি ও সাদমান দলকে গুরুত্বপূর্ণ ৪৮ রানে জুটি গড়ে তোলেন। কিন্তু ৮৮ বলে থেকে ৩৬ রান করা সাদমানকে ফিরিয়ে মেট্রোকে দ্বিতীয় ধাক্কা দেন হাসান মাহমুদ।

তৃতীয় উইকেটে ক্রিজে নামেন মোহাম্মদ আশরাফুল। শুভকে নিয়ে সাবধানি শুরু করেন। কিন্তু ‍ক্রিজে ২০ বল স্থায়ী হলেও ভাগ্যের নির্মম পরিহাসে ০ রানেই শুভর সঙ্গে ভূল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন তিনি।

এসময় মেট্রোর দলীয় সংগ্রহ দাঁড়ায় ৯২ রান ৩ উইকেট। দরীয় ৯৯ রানে চতুর্থ উইকেটে ব্যাট করেত আসা মেহেরাব হোসেন জুনিয়রও (০) রানে বিদায় নেন।

অন্যদের যাওয়া আসার মিছিলে ১০৫ বল থেকে অর্ধশতরানের ইনিংস খেলেন শুভ। কিন্তু দলীয় ৪৩তম ওভারে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এ সময় মেট্রোর সংগ্রহ ১০১ রান।

শেষ খরব পাওয়া পর্যন্ত মেট্রো ৪ উইকেটে ১২৯ রান নিয়ে চা বিরতীতে গেছে। দলের হয়ে ক্রিজে ৩৩ বল থেকে ৩ রান নিয়ে সৈকত আলী ও ৩২ বল থেকে ২৪ রান নিজে তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নামবেন।

Bootstrap Image Preview