Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতিসংঘের অধিবেশনে ট্রাম্প-রুহানির পাল্টাপাল্টি অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০১ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


গতকাল মঙ্গলবার জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন সময়ে তুমুল বিবাদে জড়িয়ে পড়েন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করেন।

প্রথমে ইরানের নেতৃত্বকে দুর্নীতিবাজ স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘তেহরানের নেতৃত্ব মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের বীজ বপন করছে।’

পরে ট্রাম্পের সমালোচনা করে রুহানি তার ভাষণে বলেন, ‘তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের একক নিষেধাজ্ঞা আরোপ অর্থনৈতিক সন্ত্রাস।

ট্রাম্প অভিযোগ করে বলেন, আমরা ইরানের সঙ্গে খুব ভালো একটি সম্পর্ক গড়ার অপেক্ষায় আছি। কিন্তু সেটি এখন হবে না। কারণ ইরান খুব বাজে ব্যবহার করেছে।

অপরদিকে জোটবদ্ধ হয়ে লড়াই করাকে বুদ্ধিবৃত্তিক দুর্বলতার লক্ষণ বলে উল্লেখ করে রুহানি বলেন, পরস্পর সম্পর্কিত ও জটিল বিশ্ব বোঝাপড়ায় এটা অক্ষমতার প্রকাশ করে।’

প্রসঙ্গত, গত মে মাসে ছয় বিশ্বশক্তির সঙ্গে ২০১৫ সালে করা ইরানের পরমাণু চুক্তি থেকে সরে আসেন ট্রাম্প এবং তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। তখন থেকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে থাকে।

Bootstrap Image Preview